East Burdwan News: কেন্দ্রীয় সরকারের বিনামূল্যের উজ্জ্বলা গ্যাস পেতে দিতে হচ্ছে নগদ টাকা!
গ্যাস ডেলিভারি করেন যাঁরা, তাঁরাই গ্রামে গ্রামে দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের কাছ থেকে এক হাজার টাকা করে আদায় করছে উজ্জ্বলা গ্যাস পাওয়ে দেওয়ার নাম করে
রাণা দাস, পূর্ব বর্ধমান : এবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া বিনামূল্যের উজ্জ্বলা গ্যাস (Ujjala Gas Yojna) পেতে গ্রাহকদের দিতে হচ্ছে নগদ টাকা। টাকা না দিলে গ্রাহকদের উজ্জ্বলা গ্যাসের কানেকশন দেওয়া হচ্ছে না। অভিযোগ উঠেছে এমনই। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায় (Katwa)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা গ্যাস যোজনায় বিনামূল্যে গ্যাসের কানেকশন (Free Gas Connection) পাওয়ার কথা গ্রাহকদের। কিন্তু গ্যাস ডেলিভারি করেন যাঁরা, তাঁরাই গ্রামে গ্রামে দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের কাছ থেকে এক হাজার টাকা করে আদায় করছে উজ্জ্বলা গ্যাস পাওয়ে দেওয়ার নাম করে। স্থানীয় ব্যক্তিরা অভিযোগ জানিয়েছেন যে, টাকা নেওয়ার কথা জিজ্ঞাসা করলে ডেলিভারি বয়রা জানাচ্ছেন, এই একা তাঁরা একা নিচ্ছেন না। এই টাকার ভাগ দিতে হচ্ছে ডিলারদেরও। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ডিলাররা।
আরও পড়ুন - Weather Update : রাতারাতি গায়েব শীতের আমেজ, দেখে নিন কাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
সূত্রের খবর, পূর্ব বর্ধমানের কাটোয়া এক নম্বর ব্লকের শ্রীখন্ড, গাঙ্গুলীডাঙ্গা-সহ আরও বেশ কয়েকটি গ্রামের দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের কাছ থেকে ডেলিভারি বয়রা উজ্জ্বলা গ্যাসের কানেকশন দেওয়ার জন্য এক হাজার টাকা করে নিচ্ছেন। এরইসঙ্গে অনেকেই অভিযোগ জানিয়েছেন যে, বিনামূল্যে গ্যাস দেওয়ার কথা জানানো হলেও ডেলিভারি বয়কে টাকা না দিলে পাওয়া যাচ্ছে না উজ্জ্বলা গ্যাসের কানেকশন। শ্রীখন্ড গ্রামেরই এক ডেলিভারি বয় অবশ্য এই অভিযোগ স্বীকার করে নিয়ে জানিয়েছেন যে, এই টাকার ভাগ তাঁদের ডিলারকে দিতে হয়। যদিও ডিলার কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, উজ্জ্বলা গ্যাসের কানেকশন ও ইনস্টল করার জন্য কোনও টাকা লাগছে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, ডিলারদের নাম করে এক শ্রেণীর লোক বেআইনিভাবে টাকা তুলছে। সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনত ব্যবস্থা নেওয়া হবে।