এক্সপ্লোর
East Burdwan: রায়নায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
East Burdwan: প্লাস্টিকের ক্যারি ব্য়াগে বোমা। চাঞ্চল্য ছড়ালো রায়না থানার মুগড়া অঞ্চলের দক্ষিণকুল এলাকায়। এদিন সবজি তুলতে গিয়ে খড়ের পালুইয়ের পাশে একটি ব্যাগে রাখা বোম গুলি দেখতে পান এক গৃহবধূ।

রায়নায় প্লাস্টিকের ব্যাগে বোমা উদ্ধার
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: প্লাস্টিকের ক্যারি ব্যাগ ভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। চাঞ্চল্য ছড়ালো রায়না থানার মুগড়া অঞ্চলের দক্ষিণকুল এলাকায়। আজ সকালে সবজি তুলতে গিয়ে খড়ের পালুই-এর পাশে একটি ব্যাগে রাখা বোম গুলি দেখতে পান স্থানীয় এক গৃহবধূ। তিনিই এলাকার স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা ঘটনার খবর দেয় রায়না থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে জায়গাটি ঘিরে ফেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ব্যাগে মোট ৬ টি বোমা রাখা আছে। খবর দেওয়া হয়েছে বোম ডিটেকশন টিমকে। কোথা থেকে এলো বোমাগুলি,কে বা কি উদ্দেশ্যে রেখে ছিলো বোমাগুলি তা খতিয়ে দেখছে রায়না থানার পুলিশ।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















