(Source: ECI/ABP News/ABP Majha)
Purba Burdwan News: স্ত্রীর ফোর প্রতিবেশীর ফোন নম্বর, যুবককে ডেকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে
গত রবিবার রাতে যুবক মিলনকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনে অভিযুক্ত চিন্ময়। এরপর চপার দিয়ে মাথায় আঘাতের পাশাপাশি হাতুড়ি দিয়ে বুকে মারা হয়েছে বলেও সূত্রের খবর।
রানা দাস, পূর্ব বর্ধমান: স্ত্রীর ফোনে প্রতিবেশী যুবকের ফোন নম্বর দেখতে পেয়েই বিপত্তি। সন্দেহের বশে যুবককে খুনের চেষ্টা করে ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালনার (Kalna) শ্বাসপুর স্কুল পাড়ায়। জানা গিয়েছে, যুবকের নাম মিলন সিকদার। এ দিন ফোন করে যুবককে নিজের বাড়িতে ডেকে আনে চিন্ময় নামে অভিযুক্ত ব্যক্তি।
গত রবিবার রাতে যুবক মিলনকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনে অভিযুক্ত চিন্ময়। এরপর চপার দিয়ে মাথায় আঘাতের পাশাপাশি হাতুড়ি দিয়ে বুকে মারা হয়েছে বলেও সূত্রের খবর। বেধড়ক মারধরেরর কারণে সংজ্ঞাহীন হয়ে যাওয়ায় মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। (Attemp To murder) এরপর এলাকাবাসীদের তৎপরতায় সংজ্ঞাহীন, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মিলন সিকদারকে।
যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিন্ময় কর্মকারের স্ত্রী অনলাইনে কেনাকাটার জন্য মোবাইল নিয়ে প্রায়ই আসত প্রতিবেশী মিলন শিকদারের কাছে। সেই সূত্রেই মোবাইল নম্বর ওই অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর ফোনে ছিল। তবে তা না জেনেই সন্দেহের বশে মদ্যপ অবস্থায় গত রবিবার রাত্রে মিলনকে বাড়ি থেকে ডেকে খুন করার চেষ্টা করে অভিযুক্ত চিন্ময়। এই ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক।
উল্লেখ্য, ব্যবসায়ী খুন হাবরার নগরউখরা মোড়ে। হাবরা (Habra) বাজারে এক ফার্নিচার ব্যবসায়ীকে খুন করার অভিযোগ ওঠে অন্য এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। নিহত ব্যবসায়ীর (businessman) নাম পার্থ বিশ্বাস। বয়স ৪০। তাঁর গলায় ছুরি মারা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই ব্যবসায়ীর টাকা পয়সা নিয়ে গন্ডগোল এর জেরে খুন।
আরও পড়ুন: Jadavpur News: কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও বেতন কমিয়ে দেওয়ার অভিযোগ, যাদবপুরে কেন্দ্রীয় সরকারের গবেষণা প্রতিষ্ঠানে কর্মী বিক্ষোভ
আরও পড়ুন: Kolkata: নিউটাউনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক মহিলার