Purba Burdwan Weather Update : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা, আজ কেমন পূর্ব বর্ধমানের আবহাওয়া ?
Weather Forecast of Purba Burdwan : বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৭৫ শতাংশ...
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
আজও সকাল থেকে মেঘলা আকাশ পূর্ব বর্ধমানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উঁকি মারছে রোদও। তবে, ঠান্ডার আমেজ সেই অর্থে নেই।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৫ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৭৫ শতাংশ।
আরও পড়ুন ; মাঘেই শীত নিরুদ্দেশ ! কলকাতার তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি
বঙ্গের আবহাওয়া-
বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ রেখা অবস্থান করছে।তার প্রভাবে আজও রাজ্যজুড়ে বৃষ্টি। কাল থেকে বৃষ্টি কমবে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা চলছেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আকাশ মেঘলা থাকায় বাড়ছে না দিনের তাপমাত্রা। বৃষ্টির ভ্রুকুটি কাটলে বুধবার থেকে ফের পারদ নামার সম্ভাবনা।
অন্যদিকে, মাঘের দ্বিতীয় সপ্তাহে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। এদিকে, শীতে বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দিল্লি। ভেঙে গিয়েছে ১২১ বছরের রেকর্ড। দিল্লিতে ৮৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মানচিত্রের আরও একটু উপরের দিকে তো বরফে জমে যাওয়ার অবস্থা। কাশ্মীরের কুলগামে পারদ শূন্যের নীচে, গুলমার্গের তাপমাত্রা দেখাচ্ছে মাইনাস ৭ ডিগ্রি। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে হাইওয়ে, তার অনেকটা অংশ ৫ ইঞ্চি বরফের তলায়। পিছিয়ে নেই হিমাচলও। পর্যটকপ্রিয় সিমলায় বরফ পড়ছে। ২টি জাতীয় সড়ক ও রাজ্যের ১৪৭টি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিতে হয়েছে। ডালহৌসি ভেঙেছে তুষারপাতের রেকর্ড। উত্তরাখণ্ডের নৈনিতাল, মুসৌরিতেও দফায় দফায় তুষারপাত হচ্ছে।