West Bengal Weather : মাঘেই শীত নিরুদ্দেশ ! কলকাতার তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি
weather forecast of Kolkata : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অব্যাহত পারদের ওঠানামা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস !
![West Bengal Weather : মাঘেই শীত নিরুদ্দেশ ! কলকাতার তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি West Bengal Weather Update Report: Get to know about weather forecast of kolkata district today 24 January West Bengal Weather : মাঘেই শীত নিরুদ্দেশ ! কলকাতার তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/a89ac1e96c67da6fc04522343d64ba45_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ রেখা অবস্থান করছে।তার প্রভাবে আজও রাজ্যজুড়ে বৃষ্টি। কাল থেকে বৃষ্টি কমবে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা চলছেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আকাশ মেঘলা থাকায় বাড়ছে না দিনের তাপমাত্রা। বৃষ্টির ভ্রুকুটি কাটলে বুধবার থেকে ফের পারদ নামার সম্ভাবনা।
https://www.imdkolkata.gov.in/ - সূত্রানুসারে কেমন থাকবে কলকাতার আগামী কয়েকদিনের তাপমাত্রা , দেখুন একনজরে
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা | কেমন কাটবে সারাদিন |
---|---|---|---|
২৩-Jan | ১৭.0 | ২৩.0 | মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি |
24-Jan | ১৬.0 | ২৪.0 | মেঘলা আকাশ হালকা বৃষ্টি |
25-Jan | ১৭.0 | ২৪.0 | সকালে কুয়াশা, পরে হালকা মেঘ |
26-Jan | ১৬.0 | ২৩.0 | সকালে কুয়াশা, পরে হালকা মেঘ |
27-Jan | ১৫.0 | ২২.0 | সকালে কুয়াশা, পরে হালকা মেঘ r |
28-Jan | ১৪.0 | ২২.0 | আকাশ পরিষ্কার |
অন্যদিকে, মাঘের দ্বিতীয় সপ্তাহে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। এদিকে, শীতে বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দিল্লি। ভেঙে গিয়েছে ১২১ বছরের রেকর্ড। দিল্লিতে ৮৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মানচিত্রের আরও একটু উপরের দিকে তো বরফে জমে যাওয়ার অবস্থা। কাশ্মীরের কুলগামে পারদ শূন্যের নীচে, গুলমার্গের তাপমাত্রা দেখাচ্ছে মাইনাস ৭ ডিগ্রি। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে হাইওয়ে, তার অনেকটা অংশ ৫ ইঞ্চি বরফের তলায়। পিছিয়ে নেই হিমাচলও। পর্যটকপ্রিয় সিমলায় বরফ পড়ছে। ২টি জাতীয় সড়ক ও রাজ্যের ১৪৭টি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিতে হয়েছে। ডালহৌসি ভেঙেছে তুষারপাতের রেকর্ড। উত্তরাখণ্ডের নৈনিতাল, মুসৌরিতেও দফায় দফায় তুষারপাত হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)