Purba Burdwan Weather : পারদের মাত্রা থাকছে একই, আজ সর্বোপরি কেমন আবহাওয়া পূর্ব বর্ধমানে ?
Weather forecast of Purba Burdwan : বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫৪ শতাংশ, ন্যূনতম ৩২ শতাংশ
বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান(Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
দেখে নেওয়া যাক আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ২১ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ২২ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২২ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১২ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫৪ শতাংশ, ন্যূনতম ৩২ শতাংশ।
আজ পশ্চিম বর্ধমানে আবহাওয়ার আপডেট -
(এই তথ্যের মেয়াদ থাকবে ২১ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ২২ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২৩ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১২ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার- বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৪৯ শতাংশ, ন্যূনতম ২৬ শতাংশ।
আরও পড়ুন ; জাঁকিয়ে শীত কলকাতায়, আজ উত্তর ২৪ পরগণার আবহাওয়া কেমন?
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather)- কলকাতায় গতকাল ছিল মরশুমের শীতলতম দিন। পারদ নামে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ১০ জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি রয়েছে। ফলে, আরও কিছুটা নামবে পারদ। তবে, আবহাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীঘ্রই সামান্য বাড়বে তাপমাত্রা। বড়দিনে ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা থাকতে পারে কলকাতায়।