Purulia: ঝালদায় তৃণমূলের প্রচারে ভুবন বাদ্যকার
Municipal Elections 2022: ভাটপাড়ার পর এবার পুরুলিয়ার ঝালদা। পুরভোটের মুখে ফের ধাক্কা বিজেপিতে। দলবদল করে গেরুয়া প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সন্দীপ সমাদ্দার, ঝালদা: পুরুলিয়ার (Purulia) ঝালদা পুরসভার (Jhalda Municipality) ভোট প্রচারে ‘কাঁচাবাদাম’ (Kacha Badam) খ্যাত ভুবন বাদ্যকার (Bhuban Badyakar)। ঝালদা পুরসভার ৬ ও ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থীদের হয়ে প্রচারে ভোট যান ভুবন।
বৃহস্পতিবার সকালে হুড খোলা জিপে চেপে প্রচার করেন ভুবন। ঝালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরেশ আগরওয়াল এবং ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী জবা মাছুয়ার সমর্থনে প্রচার করতে দেখা যায় ভুবনকে। রোড শো-এ ‘কাঁচাবাদাম’ গানের মধ্যে দিয়ে তৃণমূল প্রার্থীদের প্রচার করেন ভুবন। তাঁকে দেখতে পাড়ায় পাড়ায় মানুষে ভিড় ছিল চোখে পড়ার মতো।
ভুবন বলেন, ‘আমি শিল্পী হয়েই বেঁচে থাকতে চাই। মানুষের ভালবাসা পেয়ে যতদিন আমাকে ডাকবেন শিল্পী হয়ে মানুষের কাছে যাব। আর পুরনো জীবনে ফিরে গেলে মানুষ আমার কাছ থেকে বাদাম নেবে না। তখন আমার সংসার অসুবিধায় পড়তে হবে। শিল্পী হয়ে থাকতে চাই।’
তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করলেও, এখনই কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি করেছেন ভুবন।
এদিন ভুবনের সঙ্গে প্রচারে ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার সহ অন্যান্য নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।
আরও পড়ুন ভোটারদের মাংস বিলি করে প্রভাবিত করার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি প্রার্থী
এদিকে, ভোটের ঠিক মুখে পুরুলিয়ার ঝালদায় ফুল বদল এক বিজেপি প্রার্থীর। বুধবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ১০ নং ওয়ার্ডের প্রার্থী মোহিত বাগতি। তাঁর সঙ্গে দলবদল করেন আরও ৫০টি পরিবার। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী মলয় ঘটক। ছিলেন অভিনেত্রী ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।
১২ ফেব্রুয়ারি ছিল ১০৮টি পুরসভার ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই অবস্থায় শিবির বদল করলেও বিজেপি প্রার্থী হিসেবেই ইভিএমে নাম থাকবে মোহিত বাগদিরই।
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পেরিয়ে যাওয়ার পরও, এর আগে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় একাধিক বিজেপি প্রার্থী তৃণমূলে যোগদান করেন। সেই ছবি এবার দেখা গেল পুরুলিয়ায়।