Purulia : বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বোলেরোর, মৃত নাবালিকা; আহত ৪
Minor Girl Died in Accident : পুরুলিয়ার হাতুয়াড়া থেকে বোলেরো গাড়িতে করে ফিরছিলেন চালক সহ প্রায় ১০ জন বরযাত্রী
সন্দীপ সমাদ্দার, পুঞ্চা : বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বোলেরো গাড়ির। দুর্ঘটনায় নাবালিকার মৃত্যু। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন চার জন। বুধবার ভোরে পুরুলিয়ায় লালপুর-পুঞ্চা রোডের নপাড়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়ার হাতুয়াড়া থেকে বোলেরো গাড়িতে করে ফিরছিলেন চালক সহ প্রায় ১০ জন বরযাত্রী। মাঝপথে পুঞ্চা থানার নপাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি ছাতিম গাছে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় বোলেরোটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নাবালিকার। গুরুতর জখম হন আরও চার জন।
খবর পেয়ে পুঞ্চা থানার পুলিশ ঘটনস্থলে পৌঁছে সিভিক ভলান্টিয়ার ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মৃত ও আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পুঞ্চা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ।
এর আগের দিন ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত হন তিনজন। ঘটনাটি ঘটে দুর্গাপুর (Durgapur) গাঁধী মোড় সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। আসানসোলগামী (Asansole) সার্ভিস রোডে একটি ইট বোঝাই ট্রাক্টরের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারে। দুর্ঘটনায় ট্রাক্টরে থাকা ইটবোঝাই ট্রেলার রাস্তার উপরে উল্টে যায়। ট্রাক্টরের চালক ও খালাসি প্রাণে বেঁচে গেলেও তাঁরা অল্পবিস্তর আহত হন।
গুরুতর আহত হয় লরি চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত লরি চালক ও ট্রাক্টর এর চালক ও খালাসি কে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কের আসানসোল গামী সার্ভিস রোডে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরি এবং ট্রাক্টরটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পথ দুর্ঘটনার ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারবার খবরে এসেছে। গতকালও ঠিক তেমনই ভেসে আসে পথ দুর্ঘটনার খবর। দুর্গাপুর থেকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এই রাস্তায় পথ দুর্ঘটনা হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলতে হয় এলাকাবাসীকেও। এছাড়া বড় বড় লরি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে প্রবল বেগে চলে, যা অনেকবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি।