এক্সপ্লোর
R G Kar Case Live Update : পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়িকে জেল থেকে মুক্তির নির্দেশ
RG Kar News Live Updates: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই ধর্ষণে মৃত্যুদণ্ড চেয়ে মঙ্গলবার বিধানসভায় আসছে বিল। সোমবার ২ দিনের অধিবেশন।
Key Events

আর ডি কর কাণ্ডে পথে মিছিল
Source : PTI
Background
- 'ডাক্তার-পড়ুয়াদের আন্দোলনে পুরোপুরি সমর্থন রয়েছে। তাঁদের আন্দোলন যুক্তিসঙ্গত।' নিজের বক্তব্য়ের প্রেক্ষিতে বৃহস্পতিবার এমনই ব্য়াখ্য়া দিলেন মুখ্য়মন্ত্রী। বুধবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বার্তায় আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে ‘প্রচ্ছন্ন হুমকি’র অভিযোগ তোলে বিরোধী ও আন্দোলনরত পড়ুয়াদের একাংশ। গতকাল সেই মন্তব্য়ের ব্য়াখ্য়া দিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, ডাক্তার-পড়ুয়াদের আন্দোলনের বিরুদ্ধে তিনি একটা শব্দও বলেননি। হুঁশিয়ারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
- আর্থিক দুর্নীতির তদন্তে এবার আর জি কর মেডিক্যালের মর্গে গিয়ে তথ্য সংগ্রহ করল সিবিআই। ফরেন্সিক বিভাগের প্রধান ও নবনিযুক্ত সুপারের সঙ্গে কথা বললেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সন্দীপ ঘোষকেও ফের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অন্যদিকে, বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীরা।
- নবান্ন অভিযানের দিন ইটের আঘাতে চোখে গুরুতর আঘাত পেয়েছেন কলকাতা পুলিশের সার্জেন্ট। সেই ঘটনায় এক বিজেপি নেত্রী-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। অন্যদিকে কালীঘাট ঘেরাওয়ের ডাক দেওয়ায়, গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে।
00:02 AM (IST) • 31 Aug 2024
RG Kar News Update: আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবা মিলবে এই নাম্বারে
আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। টেলি-মেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর: 8777565251, 8777569399, 8777579517, 6290326079
23:03 PM (IST) • 30 Aug 2024
RG Kar News Update: আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা
আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আগামীকাল থেকে টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আগামীকাল থেকে প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন। ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের।
Load More
Tags :
Mamata Banerjee TMC BJP Kunal Ghosh RG Kar WEST BENGAL RG Kar Case R G Kar Case Update RG KAr News RG Kar Today Newsবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















