R G kar Case : দ্বিগুণ ঘেরাটোপে সঞ্জয়কে নিয়ে এল পুলিশ, এলেন নির্যাতিতার বাবাও, কী ঘটতে চলেছে শিয়ালদা আদালতে ?
মামলার শুনানি চলবে বন্ধ দরজার ভিতরে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য় সপ্তাহে চার থেকে পাঁচদিন করে চলতে পারে শুনানি।
কলকাতা : আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুন কাণ্ডের পর শিয়ালদহ আদালতে আজ থেকে শুরু হচ্ছে মামলার বিচার প্রক্রিয়া। আর কিছুক্ষণের অপেক্ষা। নির্ধারিত সময় দুপুর ২ টো। এসে হাজির হয়েছেন সব পক্ষই।
আদালত সূত্রে খবর, দুপুর ২ টো নাগাদ শুরু হবে শুনানি। এই মামলার শুনানি চলবে বন্ধ দরজার ভিতরে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য় সপ্তাহে চার থেকে পাঁচদিন করে চলতে পারে শুনানি। এমনটাই জানা যাচ্ছে সূত্রে।
এই মামলায় সিবিআইয়ের পেশ করা চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম। সিবিআই- অর চার্জশিটে সেই খুন করেছে, সেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করেছে। এর আগে, এই অভিযোগকে সর্বৈব মিথ্যে বলে চিৎকার করে দাবি করেছিল সঞ্জয়। প্রিজন ভ্যানের ভেতর থেকে চাঞ্চল্যকর দাবি করেছিল সঞ্জয় রায়। বলেছিল, মুখ খুলতে বারণ করেছিল ডিপার্টমেন্ট। তাই মুখ খোলেনি সে। তারপর সঞ্জয়ের বক্তব্য নিয়ে কম চর্চা হয়নি। জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের সদস্যরাও জানান, তাঁরাও প্রথম থেকেই বলে আসছেন, সঞ্জয় রায় একা নয়, অভয়া-খুনে দোষী অনেকেই। তাই এবার সতর্ক পুলিশ। রাস্তা ফাঁকা করিয়ে, প্রিজন ভ্যানের সামনে - পিছনে বাড়তি গাড়ি দিয়ে এসকর্ট করে সঞ্জয়কে আদালতে ঢোকায়। এবার যাতে সঞ্জয় কোনও ভাবেই মুখ খুলতে না পারে, তার জন্য সতর্ক ছিল সিবিআই ।
গত সোমবার শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়। প্রিজন ভ্য়ান থেকে সরকার তাকে ফাঁসাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই সূত্রে দাবি, চার্জশিটে ১২৮ জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল। তার মধ্য়ে ৫৬ জনের সাক্ষ্য় গ্রহণ করা হবে প্রথম দিন। তবে সবার আগে সম্ভবত সাক্ষ্য দিতে চলেছেন নির্যাতিতার বাবা। তিনি ও আইনজীবী বৃন্দা গ্রোভার হাজির হয়েছেন শিয়ালদা আদালতে। বাড়ি থেকে বেরিয়ে তিনি প্রথম সিবিআই দফতরে যাচ্ছেন বলে জানান। তারপর তিনি পৌঁছান আদালতে।
নির্যাতিতার পরিবারও প্রথম থেকে দাবি করে আসছে, তাঁদের মেয়ের মর্মান্তিক পরিণতির পেছনে একা সঞ্জয় নয়, আরও অনেকেই দায়ী। এখন দেখার বন্ধ দরজার পিছনে আদালতে সঞ্জয়কে সামনে দেখে কী বলেন নির্যাতিতার বাবা। সঞ্জয় কি আজ মুখ খুলবে ফের? ফের কি কোনও বিস্ফোরক দাবি করবে অভিযুক্ত? সেটাই দেখার।
আরও পড়ুন, ১২ বছর পর রাশিচক্রে গজলক্ষ্মী যোগ! রাজযোগে রাজার ভাগ্য ৩ রাশিতে, কাজে হাত দিলেই টাকা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে