উমেশ তামাং, শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন। গতকাল রাতে কালিম্পঙের বিরিক দারায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম সংযোগকারী জাতীয় সড়কে যান চলাচল বন্ধ।


এদিকে সিকিমে ঘুরতে গিয়ে মৃত্যু হল মালদার এক পর্যটকের। মৃত ব্যক্তি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহ মালদায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে তৎপরতা শুরু করেছেন পরিবারের সদস্যরা।


আরও পড়ুন: Suvendu Adhikari: দেবব্রত খুনে জাহাজ বাড়ির মালিক সহ আরও ১১ তৃণমূল নেতাকর্মী জেলে ঢুকবেন, ফের হুঁশিয়ারি শুভেন্দুর


আরও পড়ুন: Bankura Girl Child Murder: ছাতনায় ১৬ দিনের শিশুকন্যাকে হত্যা করে ধানজমিতে পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার বাবা


জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম দেবরাজ রায় (৪৯)। বাড়ি মালদার ইংরেজবাজার থানার বিবেকানন্দ পল্লি এলাকায়। প্রতিবছরই বন্ধু ও তাঁদের পরিবার নিয়ে ঘুরতে যান তিনি। চলতি মাসের ১৭ তারিখ মালদা এলাকার ২০ জন সিকিমে ঘুরতে যান। পরিবার সূত্রে খবর, দিন দুয়েক আগে শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়েন দেবরাজবাবু। এরপর তড়িঘড়ি সেখানে স্থানীয় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাঁকে দেখানো হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে দেবরাজ রায়ের মৃত্যু হয়। যদিও এখনও মৃতদেহ ওই বেসরকারি হাসপাতালে রয়েছে। মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহ আনার ব্যবস্থা করা হচ্ছে।


শিলিগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে। কোচবিহারে প্রবল বৃষ্টির জের। মেখলিগঞ্জে তিস্তা নদীর জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে কৃষ্ণপদ রায় নামে বছর ৪৬-এর এক ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর, গতকাল সকালে নদী তীরবর্তী এলাকায় বাড়ি থেকে জিনিসপত্র সরাতে যান কৃষ্ণপদ। তখনই জলের তোড়ে তিনি তলিয়ে যান।


আরও পড়ুন: North 24 Paraganas Khardaha By Poll: খড়দায় বিজেপির প্রচারে প্রয়াত স্বামীর ছবি! সৌজন্য-আশীর্বাদের পর এবার থানায় অভিযোগ কাজল সিনহার স্ত্রীর


আরও পড়ুন: East Midnapore: পার্টি অফিসে ‘ফুল’ বদল, এগরায় বিজেপির নির্বাচনী কেন্দ্র বদলে গেল তৃণমূলের কার্যালয়ে