Lovely On WB Police:'পুলিশের কারণেই আমরা নিরাপদে থাকতে পারি..', রাখি পরিয়ে দাবি লাভলির
Lovely Maitra Supports WB Police: আরজিকর কাণ্ডের মাঝে সরব রাজ্য-সহ সারা দেশ, পুলিশ কর্মীদের রাখি পরিয়ে কী দাবি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের ?
![Lovely On WB Police:'পুলিশের কারণেই আমরা নিরাপদে থাকতে পারি..', রাখি পরিয়ে দাবি লাভলির Rakhi Purnima 2024 TMC MLA Lovely Maitra present supporting West Bengal Police during RG Kar protest Controversy Lovely On WB Police:'পুলিশের কারণেই আমরা নিরাপদে থাকতে পারি..', রাখি পরিয়ে দাবি লাভলির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/19/aef8e1e94ce788474a85baa985277f821724081951095484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: আরজিকর কাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদের মাঝে অভিযোগের পাহাড়। আন্দোলনকারীদের প্রশ্নের মুখে 'পুলিশের ভূমিকা।' ঠিকই তখনই রাখি পূর্ণিমার দিন পুলিশ কর্মীদের রাখি পরিয়ে অন্য বার্তা দিলেন লাভলি মৈত্র (Lovely Maitra)। এদিন পুলিশ কর্মীদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র। সোনারপুর থানার আইসি-সহ অন্যান্য পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন তিনি। মিষ্টিমুখও করান।
পুলিশের কারণেই আমরা নিরাপদে থাকতে পারি : লাভলি মৈত্র
লাভলির বক্তব্য, 'পুলিশের কারণেই আমরা নিরাপদে থাকতে পারি। উৎসবের সময় পুলিশকর্মীরা তাঁদের বাড়িতেও যেতে পারেন না। তাই প্রতিবছরই থানার পুলিশ কর্মীদের সাথে তিনি এই রাখি বন্ধন উৎসব পালন করেন বলেন জানান। সোনারপুর মোড় সহ বৈকন্ঠপুর ও নানান এলাকায় তিনি এদিন রাখি বন্ধন উৎসব পালন করেন। সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা ও জানান তিনি।
রাখি পূর্ণিমার মাঝে অন্য ছবি পূর্ব বর্ধমানে, কালো ফিতের রাখি পরিয়ে প্রতিবাদ
অপরদিকে, অন্য ছবি পূর্ব বর্ধমানে। আরজি করের প্রতিবাদে এবং নারী সুরক্ষা ও নিরাপত্তাকে সুদৃঢ় করতে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের লড়াই ও সুসম্পর্কগুলিকে আরও বেঁধে রাখতে সোমবার রাখিবন্ধন কর্মসূচী পালন করলেন বর্ধমান মেডিকেলের জুনিয়র চিকিৎসকেরা। 'রাখিবন্ধন হোক চিরস্থায়ী, তিলোত্তমার বিচার চাই', রোগীর আত্মীয় ও পরিজনদের হাতে কালো ফিতের রাখি পরিয়ে একসাথে চলার ও পাশে থাকার জন্য বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।
আরও পড়ুন, কলকাতা-সহ রাজ্যের ২৩ জেলায় দুর্যোগের আশঙ্কা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? 'বজ্রপাত হলে..'
মূলত আরজিকরকাণ্ডে হাইকোর্ট নির্দেশ দেওয়ার আগে পর্যন্ত মামলাটির তদন্তের দায়িত্বে ছিল রাজ্য পুলিশ। রাজ্যে ঘটে যাওয়া একাধিক দুর্নীতি-অপরাধের ঘটনায় অতীতেও রাজ্য পুলিশের থেকে মামলা হস্তান্তর হয়েছে। অধিকাংশ হাই প্রোফাইল মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এবার ফারাক শুধু সময়ে। পুলিশকে মুখ্যমন্ত্রীর দেওয়া সময়ের আগেই এবার হাইকোর্টের নির্দেশে মামলা গিয়েছে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। তবে সেই গ্রেফতারিতেই থেমে নেই প্রতিবাদ। প্রশাসনের দিকে আঙুল তুলেই আন্দোলন হয়ে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)