Recruitment Scam: 'এখনও ভুয়ো নথিতে চাকরি করে, বেতন নিচ্ছেন একাধিক শিক্ষক..', CID DIG কে তলব হাইকোর্টের
HC on CID: সিআইডি তদন্তে ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু, ভুয়ো নথি দিয়ে চাকরির ইস্যুতে ডিআইজি সিআইডিকে তলব করল হাইকোর্ট।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) চাকরি বাতিলের তালিকায় নাম উঠবে নাতো ? এতদিন শুধু চাকরি যাওয়া নিয়ে বুকধুকপুক ছিল অযোগ্য চাকরি প্রার্থীদের। কিন্তু বিষয়টা আর সেখানে থেমে নেই। ইতিমধ্যেই বেগ পেয়েছে। কারণ সদ্য টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষককে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আর এবার ভুয়ো নথি দিয়ে চাকরির ইস্যুতে ডিআইজি সিআইডিকে তলব করল হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু কেন কেন সিআইডি এবং ডিআইজিকে তলব করল হাইকোর্ট ?
মূলত ভুয়ো নিয়োগপত্র বানিয়ে নিজের স্কুলেই ছেলেকে চাকরি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতির ঘটনায় সিআইডিকে তদন্তভার দিয়েছিল হাইকোর্ট। সিআইডি তদন্তে ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু। আর এবার আগামীকাল সকাল সাড়ে ১০টায় তাই ডিআইজি সিআইডিকে সশরীরের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্বজিৎ বসু প্রশ্ন তুলেছেন, 'আদালত ভরসা রেখেছিল, কিন্তু সিআইডি তদন্তে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সিআইডির তদন্তকারী অফিসার কেন অন্য মামলায় নিযুক্ত হবেন? মামলার গুরুত্বপূর্ণ দিনে কেন সিআইডির কোনও আধিকারিক আদালতে উপস্থিত থাকবেন না? ডিআইজি সিআইডিকে তদন্তে নজরদারি করতে বলা হয়েছিল। সেই নির্দেশ কেন মানা হচ্ছে না?' প্রশ্ন বিচারপতির।
বিচারপতি বসু জানিয়েছেন, 'আদালতে এসে ব্যাখ্যা দিতে হবে ডিআইজি সিআইডি ও তাঁর টিমকে। এখনও ভুয়ো নথিতে চাকরি করে, বেতন নিচ্ছেন বিভিন্ন জেলায় একাধিক শিক্ষক, এটা ভাবা যায়! রাজ্যজুড়ে সিআইডির নেটওয়ার্ক তবু তারা এগুলো নিয়ে কিছুই করতে পারছে না!এক জেলার সুপারিশ পত্র, অন্য জেলার নিয়োগপত্র ভাঁড়িয়ে চাকরি করে যাচ্ছেন ভুয়ো শিক্ষকরা। আর সিআইডি কিছুই করতে পারছে না? একাধিক মাথা রয়েছে এমন ভুয়ো নিয়োগের নেপথ্যে, সিন্ডিকেট-চক্র চলছে। প্রত্যেককে খুঁজে বের করতে হবে', মন্তব্য বিচারপতির।
আরও পড়ুন, 'টাকা ফেরত চাওয়ায় চাকরিপ্রার্থীকে হুমকি', জীবনকৃষ্ণের মোবাইলে বিস্ফোরক তথ্য
প্রসঙ্গত, একদিকে বিচারপতির বক্তব্য অনুযায়ী, যেমন 'এখনও ভুয়ো নথিতে চাকরি করে, বেতন নিচ্ছেন বিভিন্ন জেলায় একাধিক শিক্ষক', ঠিক তখনই অন্য ছবি এশহরে। বারবার হাহাকার, বিক্ষোভ চাকরি না পেয়ে যোগ্য প্রার্থীদের। সম্প্রতি অবিলম্বে নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মিছিল হয়েছিল শহরে। ৯ বছর ধরে নিয়োগ না হওয়ার অভিযোগে ফের রাজপথে নামেন চাকরিপ্রার্থীরা। নিয়োগের (Recruitment) দাবিতে দন্ডি (Dondi) পর্যন্ত কেটেছেম চাকরিপ্রার্থীরা (Job Seekers)।