RG Kar News: 'সরকারই আমায় ফাঁসাচ্ছে', আদালত থেকে বেরনোর সময় বিস্ফোরক দাবি সঞ্জয় রায়ের, 'এতদিন চুপচাপ ছিলাম...'
RG Kar Protest: আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। তার আগে ন্যায়বিচারের দাবিতে আজ ফের পথে নামছে অভয়া মঞ্চ।
কলকাতা : আরজি করের নারকীয় ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন। ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিচার। রোজ চলবে শুনানি । এদিকে আদালত থেকে বেরনোর সময় এদিন বিস্ফোরকম দাবি করলেন ধৃত সিভিক ভলান্টিয়ার। তাঁর অভিযোগ, সরকারই তাঁকে ফাঁসাচ্ছে।
প্রিজন ভ্যান থেকেই সাংবাদিকদের সামনে একের পর এক বিস্ফোরক দাবি করে সঞ্জয়। সে বলে, 'আমি যখন বলছি আমার কথা শোনেনি। এতদিন চুপচাপ ছিলাম। আমার কোনো কথা শোনেনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে সবকিছুতে ফাঁসাচ্ছে। আমি ধর্ষণ-খুন করিনি। আমি বললাম। আমাকে সেখানে বলতে দেয়নি। আমাকে নীচে নামিয়ে দিল। আমার কোনো কথা শুনছে না। পুরো সরকারই আমায় ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে। বলছে, না তুমি কিছু বলবে না। কিছু বললেই আমায় ভয় দেখাচ্ছে। আমি পুরোপুরি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। এটা ভারত সংবিধানের ন্যায় ? '
অন্যদিকে আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানিতে এদিন ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরল সিবিআই। 'শুধু আর জি কর নয়, একাধিক হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মা তারা ট্রেডার্স।' এমনই তত্ত্ব উঠে আসছে। এদিকে মা তারা ট্রেডার্সের কর্ণধার, ধৃত বিপ্লব সিংহর আইনজীবীর দাবি, সিবিআই ধর্ষণ-খুনের মামলায় আর কাউকে গ্রেফতার করতে পারছে না। সেই কারণেই দুর্নীতির মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।
আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। তার আগে ন্যায়বিচারের দাবিতে আজ ফের পথে নামছে অভয়া মঞ্চ। কলকাতা থেকে জেলা, ‘জ্বালাও আলো, দ্রোহের আলো’ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ। ‘দ্রোহের আলো‘ কর্মসূচিতে নাগরিক সমাজকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। আজ সন্ধে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত যাদবপুর এইট বি, রাসবিহারী মোড়, রুবি মোড়, বাগুইআটি, মৌলালি মোড়, উত্তরপাড়া স্টেশন রোড, সল্টলেকের বৈশাখী মোড়, গড়িয়া মোড়, সিরিটি মুচিপাড়া মোড়, কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে, আগরপাড়া স্টেশন সাবওয়ে, অ্যাকাডেমি চত্বরে রানুচ্ছায়া মঞ্চ-সহ দিকে দিকে দ্রোহের আলো জ্বালো কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। এর পাশাপাশি, ৯ নভেম্বর, আর জি কর-কাণ্ডের ৩ মাস পূর্ণ হচ্ছে। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি পালনের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। পাশাপাশি, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।