RG Kar Case: শিয়ালদা কোর্টে পেশ সন্দীপ ঘোষ ও টালা থানার OC-কে, 'দুর্গা পুজো করব না, ওকে ছেড়ে দিন আমাদের হাতে..'
Sandip Ghosh in Sealdah Court RG Kar Case : সিজিও থেকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হল সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে..
কলকাতা: সিজিও থেকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হল সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এদিকে অভিযুক্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন প্রচুর মানুষ। আর কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে, প্রত্যেকের মুখে শোনা যাচ্ছে বিচার চাই। এর মধ্যে এক প্রতিবাদী জানাই, 'আমরা দুর্গা পুজো করব না, ওকে ছেড়ে দিন আমাদের হাতে..।'
সন্দীপ ঘোষকে পেশ করা ঘিরে মঙ্গলবার উত্তাল হল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আদালত থেকে বেরনোর সময় সন্দীপ ঘোষের প্রিজন ভ্য়ানে চটির বাড়ি মারলেন এক ব্য়ক্তি। দফায় দফায় বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। সন্দীপ ঘোষ সহ ৪ অভিযুক্তকে এদিন হেফাজতে চায়নি সিবিআই। তাদের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রথম দিন জুটেছিল চাঁটি আর মঙ্গলবার চটি ! সন্দীপ ঘোষ আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্য়ানে ওঠার পর তাতে চটির বাড়ি মারা হয়। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এক ব্য়ক্তি। সন্দীপ ঘোষের প্রিজন ভ্য়ানে চটির বাড়ি। ফের চোর বিদ্রুপ। তুমুল বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। আর জি কর মেডিক্য়ালে দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভে মঙ্গলবার এভাবেই উত্তাল হল আলিপুরের বিশেষ CBI আদালত।
সম্প্রতি CBI হেফাজত শেষে সন্দীপ ঘোষ তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলি এবং অপর দুই ধৃত বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে আদালতে পেশ করা হয়েছিল। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জানিয়েছিল,আর জি কর মেডিক্য়ালে দুর্নীতিতে একাধিক ব্য়ক্তির যোগ পাওয়া গেছে। প্রচুর ডিজিটাল নথি বাজেয়াপ্ত হয়। মোবাইল ফোন, ল্য়াপটপ ও হার্ডডিস্ক ক্লোনিং করার কথাও বলা হয়। ডিজিটাল নথি খতিয়ে দেখার জন্য় সময় লাগবে। তাই ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে না।
আরও পড়ুন, RG কর-কাণ্ডে ধৃত DYFI নেতা কলতানের মামলা উঠল হাইকোর্টে, শুনানি কবে ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।