RG Kar News Update: 'আসল দুষ্কৃতীরা হাসপাতালেই রয়েছে, পুলিশ, সিবিআই ধামাচাপা দিচ্ছে', অভয়ার জন্মদিনে বিলাপ মায়ের
RG Kar News: আর জি কর-কাণ্ডের ৬ মাস পূর্তি এবং নিহত তরুণী চিকিৎসকের জন্মদিনে রবিবার, ন্যায় বিচারের দাবিতে ফের রাস্তায় নামলেন অগণিত সাধারণ মানুষ

শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও কৌশিক গাঁতাইত, কলকাতা: আর জি কর-কাণ্ডের ৬ মাস পূর্তিতে দিনভর চড়ল রাজনীতির সুর! একদিকে যেমন তর্পণ করলেন সুকান্ত মজুমদার, তেমনই নিহতের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে আক্রমণ করতে ছাড়ল না তৃণমূল। অন্যদিকে, নিহত চিকিৎসকের মা-র অভিযোগ, প্রথমে পুলিশ ও পরে সিবিআই সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
আর জি কর-কাণ্ডের ৬ মাস পূর্তি এবং নিহত তরুণী চিকিৎসকের জন্মদিনে রবিবার, ন্যায় বিচারের দাবিতে ফের রাস্তায় নামলেন অগণিত সাধারণ মানুষ। মৌন মিছিলের মাধ্যমেই চলল জোরালো প্রতিবাদ, উঠল আসল দোষী বা দোষীদের শাস্তির দাবি! কলকাতা থেকে জেলায় যখন এই ছবি, তখন প্রয়াগরাজে তর্পণ করার পাশাপাশি নিহতের পরিবারের আর্জি মেনে বৃক্ষরোপণ করলেন সুকান্ত মজুমদার। শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
শনিবার জন্মদিনের আগের দিন RSS প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন আর জি কর-কাণ্ডে নিহত তরুণীর মা-বাবা। রবিবার তরুণী চিকিৎসকের জন্মদিনে ন্যায় বিচারের দাবিতে সরব হলেন একাধিক বিজেপি নেতা। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আজ অভয়ার জন্মদিন। আজকের দিনে অভয়ার বাবা মা সবাইকে পথে নামার ডাক দিয়েছেন। আজকে সেই অভয়ার স্মৃতিতে মহাকুম্ভে তর্পণ করলাম। মহাকুম্ভের পুণ্যভূমিতে যে ক্যাম্প করা হয়েছে, সেখানে একটি আমগাছও রোপণ করলাম। সকলের প্রয়াস, ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামীদিনে যারা বৃহত্তর চক্রান্তে জড়িত ছিল তাদেরকে আইনের সামনে আনবে ও উপযুক্ত শাস্তি পাবে।' আজ নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। আর সেখানে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েলের জেল চাই। বিচার হয়নি, তদন্তকারী সংস্থা বিচার দিতে পারেনি। আমরা সবকিছুর ঊর্ধ্বে পরিবারের সঙ্গে আছি। কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে', নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য শুভেন্দুর। জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, 'মোহন ভাগবতের সঙ্গে দেখা করার পর নতুন করে আক্রমণে নেমেছে। বাম, অতি বাম, বিজেপি একসঙ্গে হয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সিপিএম, বিজেপির আমলে এরকম অনেক ঘটনা ঘটেছে। কোনওদিন দেখেছেন দুঃখপ্রকাশ করতে?'
আর জি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে রাজ্য সরকার ও সিবিআই। যদিও নিহতের পরিবারের অভিযোগ, আসল দোষীদের আড়াল করা হচ্ছে। নিহত চিকিৎসকের মা বলছেন, 'আসল দুষ্কৃতীরা হাসপাতালেই রয়েছে। যে চারজন রাতে আমার মেয়ের সঙ্গে ডিনার করেছিল তাদেরও ঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। পুলিশও জানে সবকিছু। সেইজন্যই সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, প্রথমে পুলিশ তারপরে সিবিআই। কেন বড় মাথাদের আড়াল করা হচ্ছে? ৯ অগাস্ট পুলিশের যে ব্যবহার, পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা করেনি, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।'
রাজনীতির তরজা চলছে, চলবেও! কিন্তু ন্যায় বিচার কি মিলবে? আসল দোষীরা কি কোনওদিনও সামনে আসবে?
আরও পড়ুন: Newtown Case: নিউটাউনে ভয়াবহ কাণ্ডের পিছনে কি জড়িত একাধিক ব্যক্তি? প্রশ্ন নির্যাতিতার বাবা-মায়ের






















