RG Kar Case:RG Kar মেডিক্যালে পৌঁছল CBI, বিতর্কিত 'সেমিনার হল' পর্যবেক্ষণ..
CBI In Seminar Hall On RG Kar Case: আজ আর জি কর মেডিক্যালে থ্রি ডি স্ক্যানার নিয়ে তদন্তে এসেছে সিবিআই-এর টিম। হাসপাতালের সেমিনার রুমে ঢুকে তদন্ত চালাবে সিবিআই।
কলকাতা: আর জি কর মেডিক্যালে পৌঁছল সিবিআই। গতকালও হাসপাতালে এসেছিল সিবিআই-এর টিম। আর জি কর মেডিক্যালে গতকাল এসে ৬ ঘণ্টা তদন্ত চালায় সিবিআই।আজ থ্রি ডি স্ক্যানার নিয়ে তদন্তে এসেছে সিবিআই-এর টিম। হাসপাতালের সেমিনার রুমে ঢুকে তদন্ত চালাবে সিবিআই।
আর জি কর মেডিক্যাল কলেজে নতুন বিতর্ক। যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, ঠিক তার উল্টোদিকে বিশ্রামের ঘর তৈরির জন্য় শুরু হয়েছে সংস্কার। তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল SFI ও DYFI. বিষয়টি তাঁর জানা ছিল না। পুলিশকে বলেছেন। জানালেন সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ।আরজি কর মেডিক্যাল কলেজে, কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার কিনারা এখনও হয়নি।মঙ্গলবার সবে সিবিআই-কে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট।তার মধ্যেই মাথাচাড়া দিল নতুন বিতর্ক।
আরজি কর মেডিক্যাল কলেজে, ইমার্জেন্সির চারতলায়, যে সেমিনার রুমে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়, তার ঠিক উল্টোদিকের ঘরে শুরু হল সংস্কার। হাসপাতাল সূত্রে খবর, সেখানে বিশ্রামকক্ষ তৈরির কাজ শুরু হয়েছে। আন্দোলনকারীদের দেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, সেমিনার হলের ঠিক উল্টোদিকে এভাবেই ঘরের দেওয়াল ভাঙা হয়েছে। আর জি কর মেডিক্যাল কলেজে, ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় রয়েছে চেষ্ট মেডিসিন বিভাগ। গেট দিয়ে ঢুকে বাঁ-দিকে প্রথমেই রয়েছে একটি স্টোর রুম। তারপর একে একে মেল ও ফিমেল ওয়ার্ড।
অন্যদিকে গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে সেমিনার হল, এই সেমিনার হলই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কারণ, এখানেই মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল।সিবিআই যখন তদন্ত শুরুই করতে পারেনি তারই মধ্য়ে সেমিনার হলের ঠিক উল্টোদিকের ঘর ভেঙে কাজ শুরু হওয়ায়, প্রশ্ন উঠছে। তথ্য়প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে সরব হয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে, RG কর মেডিক্যাল কলেজে হঠাৎ সংস্কারের নামে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, দাবি করল জাতীয় মহিলা কমিশন। NCW-র দুই সদস্যের তদন্ত কমিটির দাবি, হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স, ইন্টার্নদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না। এমনকী, ন্যূনতম পরিকাঠামোর ব্যবস্থাও নেই বলে জাতীয় মহিলা কমিশনের তদন্ত রিপোর্টে উল্লেখ রিপোর্টে পুলিশের ভূমিকা এবং RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ, ঘটনাস্থল অবিলম্বে সিল করা উচিত ছিল পুলিশের।
আরও পড়ুন, RG Kar কাণ্ডে জাতীয় মহিলা কমিশনের প্রশ্নের মুখে সন্দীপ ঘোষ, 'তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।