RG Kar Doctor's Death:'RG Kar কাণ্ডে রাত দখলের নাটক যাঁরা সাজাচ্ছে তাঁদের জমানা কলুষিত.. রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না', পরামর্শ কুণালের
Kunal Ghosh On RG Kar Reclaim The Night Protest: 'মেয়েরা রাত দখল করো..', আরজি কর কাণ্ডে আজ রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক, কী বললেন কুণাল ঘোষ ?
কলকাতা: আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য-সহ সারা দেশ। এদিকে পুলিশকে মুখ্যমন্ত্রীর সময়ের আগেই হাইকোর্টের নির্দেশে মামলা সিবিআইয়ের হাতে।আরজিকর কাণ্ডের তদন্তে দিল্লি থেকে এসেছে বিশেষ দল। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে। কিন্তু তারপরেই উঠেছে প্রশ্নের পাহাড়। RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে সঞ্জয় রায় একাই খুন করেছে? নাকি এই পাশবিক ঘটনায় আরও কেউ জড়িত? ঠিক এমনই এক পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
মেয়েদের রাত দখলের ডাককে বাম-বিজেপির বলে আক্রমণ কুণাল ঘোষের। 'আর জি কর কাণ্ডে আসল দোষীদের ফাঁসি হোক। তবে রাম-বামের রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না। রাতে অসংখ্য মা-বোন কাজ করেন। রাত দখলের নাটক যাঁরা সাজাচ্ছে তাঁদের জমানা কলুষিত। অরাজনীতির মুখোশ চলছে', সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের।
আরজি কর কাণ্ডে প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও। সকাল গড়িয়ে সন্ধে হয়ে রাত। আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, উঠছে মুর্হুমুহ স্লোগান। এদিক, এই প্রেক্ষাপটে রাতের পথ দখলে নামতে চলেছে মহিলারা। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। পোশাকী নাম দেওয়া হয়েছে 'মেয়েরা রাত দখল করো'।জানা গেছে ১৪ অগাস্ট রাত ১১.৫৫ মিনিটে যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা।
আরও পড়ুন, রাতে বৃষ্টি নামার আশঙ্কা, স্বাধীনতার সকালে সরবে মেঘ ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। যখন ঘটনাটা ঘটে, তখন ঝাড়গ্রামে ছিলাম। সারারাত ঘুমোইনি, রাত ২টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম। বলুন, কোন অ্যাকশনটা আমরা নিইনি? ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণ ছাড়া নির্দোষকে কীভাবে গ্রেফতার করব? ধনঞ্জয়ের ঘটনা মনে আছে তো? দোষী সাজা পাক, কিন্তু দেখতে হবে নির্দোষ যেনও সাজা না পান। আমি রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, কোনও আপত্তি নেই। এই ঘটনাটা কিন্তু আমাদের পুলিশই ধরেছে। মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানান, রাজনীতি করবেন না।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।