RG Kar News Live:দাবি মানা না হলে আলোচনা নয়, ফের বুঝিয়ে দিলেন আন্দোলনকারীরা
RG Kar News Live : লালবাজারের পর স্বাস্থ্য ভবনের সামনে রাতভর ধর্না জুনিয়র চিকিৎসকদের। সামিল নিহত চিকিৎসকের পরিবার।

Background
কলকাতা : রাতভর স্বাস্থ্যভবনের কাছে অবস্থান চালিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদের রাত কেটে প্রতিবাদের ভোর। আন্দোলনকারীদের খাবারের ব্যবস্থা করতে এগিয়ে এলেন একাধিক মানুষ। জুনিয়র ডক্টরস ফোরামের পাশাপাশি চিকিৎসকদের জন্য খাবারের ব্যবস্থা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে খিঁচুড়ি, তরকারি রান্না করা হয়। সেই খাবার পৌঁছে দেওয়া হয় আন্দোলনকারীদের কাছে। চাঁদা তুলে জুনিয়র চিকিৎসকদের জন্য শুকনো খাবার ও জলের ব্যবস্থা করেন ফুড ডেলিভারি সংস্থার কর্মীরাও। ডিউটি শেষের পর চাঁদা তুলে খাবার কিনে নিয়ে যান তাঁরা। বহু বয়স্ক মানুষ আন্দোলনকারীদের জন্য খাবার নিয়ে আসেন।
অন্যদিকে, আন্দোলনকারীদের সমর্থন জানাতে মধ্য়রাতে সেখানে পৌঁছে যান নিহত চিকিৎসকের মা-বাবা। প্রশাসনের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি মুখ্য়মন্ত্রীর মন্তব্য় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
RG Kar News: সঞ্জয় রায়কে ফের প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করল সিবিআই
চিকিৎসককে ধর্ষণ-খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ফের প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করল সিবিআই।
RG Kar Update: আর জি কর-কাণ্ডে তলবে সিবিআইয়ের কাছে ডিসি ডিডি স্পেশাল
সিবিআই তলব, সিজিও কমপ্লেক্সে ডিসি ডিডি স্পেশাল। আর জি কর-কাণ্ডে তলবে সিবিআইয়ের কাছে ডিসি ডিডি স্পেশাল। সিজিও কমপ্লেক্সে গেলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ-ও। বেরোলেন প্রায় ১ ঘণ্টা পর।






















