RG Kar News Live: আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি
RG Kar News Live Updates: আজ ফের রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের, চিকিৎসক-ধর্নায় হামলার চক্রান্তের অভিযোগে অডিও ক্লিপে তোলপাড়
LIVE
Background
কলকাতা : আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাঁদের গ্রেফতার করল সিবিআই।
"মিটিং করতে গিয়ে ঘাড়ধাক্কা দেওয়া হল", দাবি জুনিয়র চিকিৎসকদের।
কালীঘাটের বাসভবনেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। লাইভ স্ট্রিমিংয়ের জটে আটকে বৈঠক, মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে চলছে টালবাহানা।
মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে পৌঁছল জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। একটু পরে শুরু হবে বৈঠক।
জুনিয়র চিকিৎসকদের ইমেলের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক করার প্রস্তাব দেয় নবান্ন। এরপরই বাসে করে কালীঘাটের উদ্দেশে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় সাড়া, আলোচনা চেয়ে নবান্নে ইমেল জুনিয়র চিকিৎসকদের।
কাজে ফিরুন, দাবি বিবেচনা করা হবে। জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে গিয়ে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। 'ভরসা করলে বিচার পাবেন', জুনিয়র চিকিৎসকদের বার্তা মমতার।
শনিবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে তাঁদের কাজে ফিরতে বললেন। পাশাপাশি জানালেন এবার থেকে মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষই হবেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।
আজ ফের রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই ৫দিনে ডাক্তারদের মিশন স্বাস্থ্যভবন। সিপি থেকে স্বাস্থ্য কর্তাদের ইস্তফা-সহ সেই ৫ দফা দাবিতেই অনড়। নবান্নে বৈঠক ভেস্তে যেতেই সরকারকে বিপাকে ফেলতে তৈরি হয়েছিল ডাক্তারদের উপর হামলার ছক। অডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক কুণাল। জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ছক। অডিও ক্লিপ প্রকাশ করে বাম-বিজেপিকে নিশানা কুণালের। সরকারের উপর দায় চাপাতে বহিরাগত নিয়ে ষড়যন্ত্রের দাবি। হামলার ষড়যন্ত্র নিয়ে বিস্ফোরক কুণাল। পাল্টা বাম-বিজেপি। চিকিৎসক-ধর্নায় হামলার চক্রান্তের অভিযোগে অডিও ক্লিপে তোলপাড়। নজরদারিতে ক্যামেরা। স্বতঃপ্রণোদিত FIR পুলিশের। আর জি কর কাণ্ডে এই প্রথম চিকিৎসকের পরিবারকে নিয়ে ঘটনাস্থলে সিবিআই। নারকো টেস্টে চিকিৎসক ধর্ষণ-খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের আপত্তি।
RG Kar News: "সন্দীপ ঘোষের গ্রেফতারি প্রমাণ করল আমাদের দাবি ঠিক," বলছেন জুনিয়র চিকিৎসকরা
আরজি করে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ক্রাইম সিন বিকৃতি করার অভিযোগ ধরা পড়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি। সেই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবিগুলো যে সঠিন এই ঘটনা তা প্রমাণ করল বলেও মন্তব্য করেন।
RG Kar News: "সন্দীপ ঘোষের গ্রেফতারি প্রমাণ করল আমাদের দাবি ঠিক," বলছেন জুনিয়র চিকিৎসকরা
আরজি করে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ক্রাইম সিন বিকৃতি করার অভিযোগ ধরা পড়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি। সেই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবিগুলো যে সঠিন এই ঘটনা তা প্রমাণ করল বলেও মন্তব্য করেন।
RG Kar News Live: ক্রাইম সিন বিকৃতি করার অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল
ক্রাইম সিন বিকৃতি করার অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই।
RG Kar News: আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি
আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাঁদের গ্রেফতার করল সিবিআই।
RG Kar News: "মিটিং করতে গিয়ে ঘাড়ধাক্কা দেওয়া হল", দাবি জুনিয়র চিকিৎসকদের
"মিটিং করতে গিয়ে ঘাড়ধাক্কা দেওয়া হল", কালীঘাটে বৈঠক ভেস্তে যাওয়ার পর দাবি জুনিয়র চিকিৎসকদের।