এক্সপ্লোর
Weather Forecast: KKR-RCB ম্যাচ আয়োজন ঘিরে সংশয়, সপ্তাহান্তে রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা
KKR vs RCB: গতকাল কেকেআর ও আরসিবি, দুই দলই বৃষ্টির জেরে তড়িঘড়ি করে অনুশীলন ছাড়তে বাধ্য হয়েছিল।

বৃষ্টিতে পণ্ড হয় নাইটদের অনুশীলন (ছবি: পিটিআই)
1/11

কয়েক ঘণ্টা পরেই ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম আরিসিবি ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের আইপিএল সংস্করণ। তবে আবহাওয়া সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে।
2/11

সকাল থেকেই আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতরের আশঙ্কা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ঝড়-বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে।বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প যা বৃষ্টির একেবারে অনুকূল।
3/11

গতকাল থেকেই শহরে ঝোড়ো বাতাস চলার পাশাপাশি কয়েক পশলা বৃষ্টির দেখা মিলেছে। এর জেরে রাতে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে।
4/11

আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিচ্ছে তাতে কিন্তু এই পরিস্থিতি অনন্ত আজ, কালের মধ্যে বদলাচ্ছে না। ফলে গতকাল যেখানে বৃষ্টির জেরে কেকেআর ও আরসিবির অনুশীলন পণ্ড হয়েছিল। তড়ঘড়ি ছাড়তে হয়েছিল নেট, সেখানে আজ ম্যাচটাই হবে কি না, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
5/11

ফলে গতকাল যেখানে বৃষ্টির জেরে কেকেআর ও আরসিবির অনুশীলন পণ্ড হয়েছিল। তড়ঘড়ি ছাড়তে হয়েছিল নেট, সেখানে আজ ম্যাচটাই হবে কি না, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
6/11

২২ শে মার্চ, শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই সাত জেলাতে প্রবল ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি।
7/11

বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতে রয়েছে দুর্যোগের সম্ভাবনাও। ৫০ কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস।
8/11

উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ বাকি সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
9/11

উত্তরবঙ্গের ক্ষেত্রেও ছবিটা প্রায় একই। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইতে পারে। হতে পারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি । উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিন জেলাতে শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া।
10/11

তবে ২৪ শে মার্চ, সোমবার থেকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা বাদে সিংহভাগ জেলাতে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনাই রয়েছে। বাড়বে তাপমাত্রাও।
11/11

উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি-পিটিআই
Published at : 22 Mar 2025 12:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
