Tamim Iqbal Health Update: মাঠেই দুবার হার্ট অ্যাটাক! বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তিকে ভর্তি করা হল হাসপাতালে
Tamim Iqbal: হাসপাতালেই রয়েছেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তিনি প্রথম আলোকে জানিয়েছেন, তামিমের অ্যাঞ্জিওগ্রাম করানো হয়েছে। তাঁর হার্টে ব্লক পাওয়া গিয়েছে।

ঢাকা: হাসপাতালে ভর্তি বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)!
সোমবার সকালেই এই খবরে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্ব ক্রিকেটে। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, মাঠেই অসুস্থ হয়ে পড়েন তামিম। সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছিলেন তিনি। মাঠেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তামিম বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাঁকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম। তবে এখন অবস্থা আগের চেয়ে ভাল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি।
হাসপাতালেই রয়েছেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তিনি প্রথম আলোকে জানিয়েছেন, তামিমের অ্যাঞ্জিওগ্রাম করানো হয়েছে। তাঁর হার্টে ব্লক পাওয়া গিয়েছে।
বিসিবি-র মেডিক্যাল কমিটির প্রধান দেবাশিষ চৌধুরী বলেছেন, 'প্রথম যে রক্তপরীক্ষা করা হয়েছিল, তাতে সমস্যা পাওয়া যায়। তামিম জানিয়েছিলেন উনি অস্বস্তি অনুভব করছেন এবং ঢাকায় ফিরে যেতে চান। অ্যাম্বুলেন্সও নিয়ে আসা হয়েছিল। হাসপাতাল থেকে তাঁকে যখন মাঠে ফেরানো হচ্ছিল, তখন ফের বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। তারপর দ্বিতীয়বারের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। প্রবল হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেই মনে করা হচ্ছে। ফজিলাতুন্নেসা হাসপাতালে (Fazilatunnesa Hospital) তাঁকে পর্যবেক্ষেণে রাখা হয়েছে।'
তামিমের দল মহমেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম কর্মকর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হয়েছিল। ঠিক হয়েছিল, আকাশপথে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে আপদকালীন পরিস্থিতিতে। কিন্তু হেলিকপ্টারে ওঠানোর মতো শারীরিক অবস্থা ছিল না তামিমের। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ফজিলাতুন্নেসা হাসপাতালেই চিকিৎসা করা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের স্ত্রী, দাদা সহ পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়েছেন। সোমবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি জরুরি সভা ছিল। দুপুর ১২টায় সেই সভা হওয়ার কথা ছিল। কিন্তু তামিমের অসুস্থতার খবর পাওয়ার পর সেই সভা স্থগিত রাখা হয়েছে বলেই বিসিবি সূত্রে খবর। বোর্ডের কর্তারা তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন বলে জানা গিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
