Rudranil Ghosh: 'ঢাক বাজাবে বঙ্গবাসী', ফের কবিতা-কটাক্ষ রুদ্রনীলের, কী বললেন তিনি
Anubrata Mondal: চড়াম-চড়াম শব্দবন্ধ থেকে গরু-প্রসঙ্গ, একাধিক বিষয় উঠে এসেছে রুদ্রনীলের কবিতায়।
![Rudranil Ghosh: 'ঢাক বাজাবে বঙ্গবাসী', ফের কবিতা-কটাক্ষ রুদ্রনীলের, কী বললেন তিনি Rudranil Ghosh wrote poem on anubrata mondal and posted in social media Rudranil Ghosh: 'ঢাক বাজাবে বঙ্গবাসী', ফের কবিতা-কটাক্ষ রুদ্রনীলের, কী বললেন তিনি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/a74af55aba0a66d7af173160accfa1ef1660322572581385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অভিনেতা এবং বিজেপি নেতা। এই দুই পরিচয়ই রয়েছে বাংলার অভিনয় জগতের অনেক পুরনো এবং পরিচিত মুখ রুদ্রনীল ঘোষের। ইদানিং, আরও একটি কারণেও তিনি বারবার আলোচনায় উঠে এসেছেন। তা হল কবিতার কারণে। বারবার নানা ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করে কবিতা লিখেছেন তিনি। তা আবৃত্তি করে নিজেই পোস্ট করেন ফেসবুকে। এবার অনুব্রতকে নিয়েও কবিতা লিখলেন তিনি।
বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন বীরভূমের দাপুটে বিজেপি নেতা অনুব্রত মন্ডল। তাঁকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। রুদ্রনীলের কবিতায় উঠে এসেছে সেই সব ইস্যুই। চড়াম-চড়াম শব্দবন্ধ থেকে গরু-প্রসঙ্গ, একাধিক বিষয় নিয়েই কবিতার মাধ্যমে কটাক্ষ করেছেন রুদ্রনীল।
View this post on Instagram
এর আগেও বারবার কবিতা-আক্রমণ:
সম্প্রতি স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। সেই সময়েও বিশিষ্টজনেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কবিতা পোস্ট করেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ছড়া কেটে রুদ্রনীলের প্রশ্ন, অন্য রাজ্যের ঘটনা নিয়ে মোমবাতি নিয়ে পথে নেমে প্রতিবাদ জানালেও, কেন এসএসসির দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন না বাংলার বিদ্বজ্জনেরা? এর আগে পার্থ-প্রসঙ্গেও কবিতা পোস্ট করে কটাক্ষ করেছিলেন অভিনেতা ও বিজেপি নেতা।
তখন রুদ্রনীলের প্রশ্ন:
এসএসসি নিয়োগ দুর্নীতির ধাক্কায় কেঁপে উঠেছে বঙ্গ রাজনীতি। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়! ৫০ কোটি টাকা আর বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। এই প্রেক্ষাপটেই ফের বাংলার বিদ্বজ্জনেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীক্ষ্ণ আক্রমণ শানিয়েছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। এক ভিডিও বার্তায় তিনি প্রশ্ন তুলেছিলেন, লুঠের টাকার পাহাড় দেখেও পাচ্ছে নাকি লজ্জা ? কাদের কাঁধে হাত রেখেছেন, ঘুণ ধরা কি মজ্জা ?/ ইউপি, বিহার, দিল্লি নিয়ে মোমবাতি নেন হাতে আর বাংলার লুঠে খোলেন না মুখ, নামেন না রাস্তাতে/ ও বুদ্ধিজীবী, ধর্না দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে/ আসছে মিছিল খালি পেটে তোমার দিকে ধেয়ে/ তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি/ হ্যাঁ ভুল বুঝছে মানুষ/ তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি/ শিক্ষা-বিবেক-শিরদাঁড়াটা নিলাম করে দাওনি।
আরও পড়ুন: ফোনের স্পিকার চালু করে মেয়ের সঙ্গে কী কথা অনুব্রতর?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)