Sagardighi Bypoll 2023 Result Live: ২২ হাজার ৯৮০ ভোটে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস
By Election Result: আজ সাগরদিঘি বিধানসভা আসনেও ভোটের ফলাফল বেরোবে। সেখানে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে।

Background
আজ তিন রাজ্য়ের বিধানসভা (Assembly Election Result) ভোটের ফল প্রকাশ। সকাল আটটা থেকে শুরু হবে গণনা। ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya), নাগাল্য়ান্ডের (Nagaland) পাশাপাশি জানা যাবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও।
সাগরদিঘিতে (Sagardighi) তৃণমূলের প্রার্থী (TMC Candidate) দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সাহা। কংগ্রেস (Congress) দাঁড় করিয়েছে বায়রন বিশ্বাসকে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা।
West Bengal Live: পিনকন চিটফান্ড-মামলায় আলিপুরের আইনজীবীর বাড়িতে ইডি-র তল্লাশি
পিনকন চিটফান্ড-মামলায় আলিপুরের আইনজীবীর বাড়িতে ইডি-র তল্লাশি শেষ হল সাড়ে ২৮ ঘণ্টা পর।
Sagardighi Bypoll live: বাংলার মুখ্যমন্ত্রী সংখ্যালঘু তাস খেলছেন আর মোদির দালালি করছেন, আক্রমণ অধীরের
বাংলার মুখ্যমন্ত্রী সংখ্যালঘু তাস খেলছেন আর মোদির দালালি করছেন। মোদির দালালি যিনি করবেন, তাঁকে বাংলার মানুষ ক্ষমা করবেন না। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয়ের পর প্রতিক্রিয়া অধীর চৌধুরীর।






















