Cooch Behar News: দেড় বছর আগে শিলান্যাস, এখনও জমিতে চরে গরু! বিশ-বাঁও জলে SAI সেন্টার
SAI Centre in Cooch Behar: ২০২২-এর ২৩ মে, SAI-এর সেন্টার ফর এক্সিলেন্স শিলান্যাস হয়েছিল। আর চলতি বছরের ১৫ জানুয়ারি, রেলের এই জমিতে খেলার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য ভূমি পুজো হয়েছিল।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: লক্ষ্য ছিল ২০২৪ সালের মার্চ। তার জন্য় দেড় বছর আগে হয়েছিল শিলান্যাস। কিন্তু কোচবিহারে (Cooch Behar) সাই-এর (SAI) প্রস্তাবিত সেন্টার ফর এক্সিলেন্সের কাজ এক ফোঁটাও এগোয়নি। এদিকে ডিসেম্বরেই সিলেকশন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সাই। আর এই পরিস্থিতিতে এখন তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
আগামী অলিম্পিক্সের কথা মাথায় রেখে, নিউ কোচবিহার রেল স্টেশন (New Cooch Behar Rail Station) লাগোয়া জমিতেই, ২০২৪-এর মার্চ মাসে তৈরি হয়ে যাওয়ার কথা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার, সেন্টার ফর এক্সিলেন্স। কিন্তু, এখনও সেখানে গৃহপালিত পশুর চারণভূমি। কোথাও আবার অল্প জমা জলে সাঁতার কাটে হাঁস। তাহলে কবে বাস্তবে তৈরি হবে সাই-এর সেন্টার ফর এক্সিলেন্স? তা নিয়েই শুরু হয়ে গেছে রাজনীতির দড়ি টানাটানি।
২০২২-এর ২৩ মে, SAI-এর সেন্টার ফর এক্সিলেন্স শিলান্যাস হয়েছিল। আর চলতি বছরের ১৫ জানুয়ারি, রেলের এই জমিতে খেলার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য ভূমি পুজো হয়েছিল। উপস্থিত ছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তারপর মাঠের সীমানার একটা বড় অংশে পাঁচিল তোলা হয়েছে। কিন্তু ততটুকুই আর কোনও কাজ এগোয়নি।
এই পরিস্থিতিতে SAI-এর তরফে দাবি করা হয়েছে, ২৭ ডিসেম্বর থেকেই এখানে ফুটবল, ভলিবল ও তিরন্দাজির সিলেকশনের ট্রায়াল শুরু হয়ে যাবে। কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লক্ষ্মণ ডোংরি বলেছেন, 'আপাতত তিনটি খেলার ট্রায়াল হবে ফুটবল, ভলিবল এবং আর্চারি, ২৭ ডিসেম্বর থেকে সিলেকশনের ট্রায়াল শুরু হবে এই ট্রায়াল প্রক্রিয়া। আপাতত নিউ কোচবিহার রেলস্টেশনের পাশে ফুটবল খেলার মাঠে অস্থায়ী পরিকাঠামো তৈরি করে এই খেলাগুলো চালু হবে।'
কিন্তু, যেখানে সীমানার পাঁচিল তোলা ছাড়া আর কিছুই হয়নি। সেখানে সিলেকশন শুরু হয়েই বা কী হবে? এই নিয়ে এবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের কটাক্ষ এগুলি নির্বাচনী চমক। তাঁর তোপ, 'যার উদ্বোধন হওয়ার কথা, ২৪ মার্চের মধ্যে তার শুধুমাত্র বাউন্ডারি ওয়াল হয়েছে, কোনও পরিকাঠামো নেই, যেমন ইডি ও সিবিআইকে বিজেপি ব্যবহার করছে তেমনি নির্বাচনের আগে সাই-কেও ব্যবহার করছে তারা, পরিকাঠামো তৈরি না করেই সাইকে দিয়ে ট্রায়ালের ঘোষণা করানোর অর্থ হল নির্বাচনের আগে চমক দেওয়া।'
রেলের যে জমিতে SAI-এর সেন্টার ফর এক্সিলেন্স গড়ে ওঠার কথা, সেই মাঠের একদিকে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে রাজ্য বিদ্যুৎ দফতরের হাই টেনশন টাওয়ার। একদিকে যখন পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের মন্ত্রী, তখন এই টাওয়ার সরানো নিয়ে টালবাহানার অভিযোগ তুলেছে বিজেপি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, 'রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই কাজ পিছিয়ে গেছে, রেলের জমির উপর দিয়ে একটি হাই টেনশন তার গেছে বিদ্যুৎ দফতরের। সেটি সরাতে অনেকবার অনুরোধ করা হয়েছে কিন্তু রাজ্য সরকার তাতে কর্ণপাত করছে না। এই জন্যই কাজে দেরি।'
২০২৪-এর ২৬ জুলাই প্যারিসে অলিম্পিক্স শুরু হবে। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। কিন্তু তার আগে কি আদৌ কোচবিহারে তৈরি হবে, SAI-এর সেন্টার ফর এক্সিলেন্স?
আরও পড়ুন: আঙুলের ছাপে আর নগদ নয়! প্রতারণা রুখতে বড় পদক্ষেপ