Saraswati Pujo 2025: সরস্বতী পুজোর আগেই 'ভাঙা হল প্রতিমা' নদিয়ার চাপড়ায় !
Saraswati Pujo 2025 Idol Vandalised: সরস্বতী পুজোর আগে গুরুতর অভিযোগ নদিয়ার চাপড়ায় !

নদিয়া: এবারের বাগদেবীর আরাধনায়, ব্যতিক্রমী ছবি একাধিক জায়গায়। নদিয়ার চাপড়ায় পুজোর আগেই প্রতিমা ভাঙা নিয়ে মোড় নিয়েছে বিতর্ক। চাপড়ার এই গ্রামেও পুলিশের উপস্থিতিতে করল হল সরস্বতী পুজো। গ্রামের বাসিন্দাদের দাবি, রবিবার রাতে তাঁরা, সরস্বতী প্রতিমা এনেছিলেন। সকালে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চাপড়া থানায়। পুলিশ গ্রামে এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলে। পুলিশের উদ্যোগে কাছেই একটি মাঠে পুজোর ব্যবস্থা করা হয়। পুলিশের উপস্থিতিতেই পুজো করেন স্থানীয়রা।
নদিয়ার হরিণঘাটায় স্কুলের সরস্বতী পুজোতেও পুলিশ পাহারা! স্কুলের গেট বন্ধ করে পুজো হল। বাইরে টহল দিল পুলিশ। নামল র্যাফ। অভিভাবকরা দূরে দাঁড়িয়ে দেখলেন। পুলিশ পাহারায় পুজো, মানতে পারছেন না তাঁরা। স্কুলে হাজির হলেন BDO.পুলিশ পাহারা দেবে এটাই স্বাভাবিক, বলে দাবি করেছেন তিনি। এদিকে নদিয়ার হরিণঘাটায় আবার স্কুলের কোলাপসিল গেট বন্ধ করে হল সরস্বতী পুজো!বাইরে বিশাল পুলিশ বাহিনী। নামাতে হল RAF-ও। স্কুলের কোলাপসিবল গেট বন্ধ করে হল বাগ্দেবীর আরাধনা।
গেটের বাইরে দাঁড়িয়ে থাকল লাঠিধারী পুলিশ।নামাতে হল RAF।আরও এক জেলায় সরস্বতী পুজো ঘিরে আরও এক বেনজির দৃশ্য। হরিণঘাটার এই স্কুলে সরস্বতী পুজো করা যাবে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির হুমকি দেওয়ার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। হরিণঘাটা দাসপোলডাঙা স্থানীয় বাসিন্দা আলিমুদ্দিন মণ্ডল বলেন, আপনার ২৪ ঘণ্টাও লাগবে না। ২৪ ঘণ্টাও লাগবে না। এটা দেড়শো বছরের পুরনো...এখানে হিন্দুদের কোনও অনুষ্ঠান হয় না, মুসলিমদেরও কোনও অনুষ্ঠান হয় না।
অভিভাবিকা মাধবী বায়েন বলেন, এটা খুব খারাপ লেগেছে যে, পুলিশ প্রশাসন দিয়ে পুজোটা হচ্ছে। এতে মা...বাগ্দেবীও খুব সন্তুষ্ট হচ্ছেন না। আমরা একটু যেতেও পারছি না ভিতরের দিকে। পুজো একটু দেখব, অঞ্জলি দেব, সেটাও আমরা পারছি না। হুমকি-হুঁশিয়ারির পর শেষমেশ স্কুলে পুজো হওয়ায় খুশি শিক্ষকরা।
আরও পড়ুন, নিজের কিডনি বিক্রির টাকা স্ত্রীর হাতে দিয়ে সর্বস্বান্ত স্বামী, প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন গৃহবধূ !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















