প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রাতভর অবস্থান বিক্ষোভ এসএফআই-এর
SFI's overnight demonstration : আজ সন্ধে ৬ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে
কলকাতা : বিশ্ববিদ্যালয় খুলে অফলাইন ক্লাসে পঠন-পাঠন চালুর স্পষ্ট নির্দেশিকা, ছাত্র সংসদ নির্বাচন-সহ পাঁচ দফা দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রাতভর অবস্থান বিক্ষোভ এসএফআই-এর। সোমবার সন্ধে ৬টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ অবস্থান।
পাশাপাশি, প্রেসিডেন্সিতে হস্টেল, ল্যাব, লাইব্রেরি খোলা, প্রবেশিকা চালুর দাবিও জানিয়েছে এসএফআই। আজ সন্ধে ৬ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছে তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার আগেই, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আজ জেলায় জেলায় বিক্ষোভ দেখায় SFI। ডিএম অফিসে বিক্ষোভ থেকে রাস্তা অবরোধ, উত্তেজনা ছড়ায় বারাসাত, বর্ধমান, বোলপুর, বালুরঘাটে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে সোমবার উত্তেজনা ছড়ায় জেলায় জেলায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, হস্টেল খোলার দাবিতে এদিন কেন্দ্রীয় অফিসের গেটেরক সামনে বিক্ষোভ দেখায় SFI। এরপরই বৃহস্পতিবার থেকে রাজ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সশরীরে ক্লাস শুরু হবে, খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্কুল খোলার ঘোষণার পর, আন্দোলনের জয়ের দাবিতে, কলেজ স্ট্রিটে আবীর খেলায় মাতে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। এরপরই আবার সন্ধে ৬টা থেকে বিশ্ববিদ্যালয় খুলে অফলাইন ক্লাসে পঠন-পাঠন চালুর স্পষ্ট নির্দেশিকা, ছাত্র সংসদ নির্বাচন-সহ পাঁচদফা দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তারা শুরু করে অবস্থান বিক্ষোভ।
আরও পড়ুন :
জনস্বাস্থ্যে বাড়ুক বরাদ্দ, স্বাস্থ্যবীমায় আসুক বদল, আর কী বলছেন চিকিৎসকরা
সন্ধেয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন
- স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে।
- অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল
- পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় পাড়ায় পাঠশালা।
- খুলছে কলেজ, পলিটেকনিক, আইটিআই, বিশ্ববিদ্যালয়।
- প্রাইমারি স্কুল খোলার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।