Shatrughan Sinha :'মমতা বাংলার বাঘিনী', 'সেই বিজেপি আর নেই', এবিপি আনন্দকে বললেন শত্রুঘ্ন
Shatrughan Sinha: , 'আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গর্বিত। উনি বাংলার বাঘিনী। আমার বিশ্বাস, আসানসোলের মানুষের ভরসা জয় করতে পারব। '
দীপক ঘোষ , কলকাতা : আসানসোল লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিন্হাকে প্রার্থী করেছে তৃণমূল। তা নিয়েই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, বহিরাগত বলে ভোটে জিতে, এখন বহিরাগতর ওপরেই নির্ভর করতে হচ্ছে! বাংলার ভোটের ময়দানে ‘বিহারি বাবু’ শত্রুঘ্ন সিন্হাকে ঘিরে শুরু হয়েছে তরজা।
কী বললেন প্রাক্তন বিজেপি সাংসদ ? ABP আনন্দকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি বললেন, আমি অটল বিহারী বাজপেয়ীর বিজেপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু সেই বিজেপি আজ আর নেই ! অভিনেতা জানালেন, প্রার্থী হয়ে জানালেন, তিনি চারিদিক থেকে সদর্থক প্রতিক্রিয়াই পাচ্ছেন। আসানসোলের প্রার্থীর মতে, 'আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গর্বিত। উনি বাংলার বাঘিনী। আমার বিশ্বাস, আসানসোলের মানুষের ভরসা জয় করতে পারব। '
অন্তর্জলী যাত্রা ছবি অভিনেতা বললেন, ' বাংলা আমার খুব প্রিয়। বাংলা ছবিও করেছি। আর সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনও রয়েছে আমার সঙ্গে । ... আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আসানসোলে বিভিন্ন এলাকা ও ভাষাভাষির মানুষ রয়েছেন। বিহারের বহু মানুষও থাকেন সেখানে। তাঁরা নিশ্চই আমায় সমর্থন করবেন। '
View this post on Instagram
গত বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বহিরাগত-তত্ত্বকে হাতিয়ার করে জোরদার প্রচার চালায় তৃণমূল। এবার আসানসোল লোকসভার উপনির্বাচনের জন্য বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিন্হাকে তৃণমূল প্রার্থী করতেই বহিরাগত-তোপ দাগতে শুরু করেছে বিজেপি।