Siliguri: বিজেপি নেতার গ্রেফতারির প্রতিবাদে তুলকালাম, রাতভর থানার সামনে বিক্ষোভ দলের নেতা-কর্মীদের
গতকাল এই পার্টি অফিসটি তৃণমূলকে লিখিতভাবে হস্তান্তর করতে যায় কংগ্রেস। তখনই আপত্তি জানান বিকাশ সরকার নামে এই বিজেপি নেতা।
শিলিগুড়ি: বিজেপি নেতার গ্রেফতারির প্রতিবাদে শিলিগুড়ি (Siliguri) শহরে তুলকালাম। রাতভর থানার সামনে বিক্ষোভে বসে রইলেন বিজেপি (BJP) নেতা-কর্মীরা। বিক্ষোভে যোগ দেন ২ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও আনন্দময় বর্মন। কিন্তু কী নিয়ে বিক্ষোভ? সূত্রের খবর, কংগ্রেসে থাকাকালীন দলকে পার্টি অফিস করার জন্য় এই জমিটি দিয়েছিলেন, তৎকালীন কংগ্রেসের এক নেতা বিকাশ সরকার। ৩-৪ বছরের মধ্য়ে অবশ্য় এই নেতা ২ বার দল বদল করেন। প্রথমে যান তৃণমূলে। তারপর বিজেপিতে। এদিকে, গতকাল এই পার্টি অফিসটি তৃণমূলকে লিখিতভাবে হস্তান্তর করতে যায় কংগ্রেস। তখনই আপত্তি জানান বিকাশ সরকার নামে এই বিজেপি নেতা। এই নিয়ে উভয় পক্ষের মধ্য়ে হাতাহাতি বাধে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিকাশ সরকারকে গ্রেফতার করা হয়। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।
পার্টি অফিস হস্তান্তরে বাধা দেওয়ার পাশাপাশি, তৃণমূল (TMC) নেতাদের হেনস্থার অভিযোগ। গ্রেফতার বিজেপি নেতা। গ্রেফতারির প্রতিবাদে ও ধৃতের নিঃশর্ত মুক্তির দাবিতে শিলিগুড়ি থানার (Siliguri) সামনে রাতভর বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, তালা ভেঙে অফিস দখল করেছে তৃণমূলই (TMC)। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
থানার সামনে বিক্ষোভ বিজেপির। বিজেপি নেতার (BJP Leader) গ্রেফতারির প্রতিবাদে শিলিগুড়ি শহরে হুলস্থূল। কিন্তু কী নিয়ে বিক্ষোভ? ঘটনার সূত্রপাত, এই অফিসঘর নিয়ে। সূত্রের খবর, কংগ্রেসে থাকাকালীন দলকে পার্টি অফিস করার জন্য় জমি দিয়েছিলেন, তৎকালীন কংগ্রেসে নেতা বিকাশ সরকার। ৩-৪ বছরের মধ্য়ে অবশ্য় ওই নেতা ২ বার দল বদল করেন। প্রথমে যান তৃণমূলে। তারপর বিজেপিতে। এদিকে, সূত্রের খবর, বৃহস্পতিবার পার্টি অফিসটি তৃণমূলকে লিখিতভাবে হস্তান্তর করতে যায় কংগ্রেস। তখনই আপত্তি জানান বিকাশ।
এই নিয়ে উভয় পক্ষের মধ্য়ে হাতাহাতি বাধে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিজেপি নেতার অভিযোগ, তাঁর জমিতে থাকা পার্টি অফিস তালা ভেঙে দখল করেছে তৃণমূল। ঘটনায় বিকাশ সরকারকে গ্রেফতার করে পুলিশ। তারই প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। রাতভর থানার সামনে বিক্ষোভে বসে থাকে বিজেপি নেতা-কর্মীরা। বিক্ষোভে যোগ দেন ২ বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন ও শঙ্কর ঘোষ। যদিও বিজেপির সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল (TMC) ও কংগ্রেস (Congress)। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Birbhum : দলনেত্রীর বৈঠকের আগেই অনুব্রতর নাম না করে তাঁর বিরুদ্ধে 'তির' নানুরের তৃণমূল বিধায়কের