West Bengal Live Updates: SIR-আতঙ্কে ভাঙড়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ, বিএলও-কে ম্যান মার্কিং? সব গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে
West Bengal Live Blog: কোথায় কী হচ্ছে? জেনে নিন এক ঝলকে
LIVE

Background
কলকাতা: একদিকে মতুয়া মহাসম্মেলন, আরেক দিকে আমরণ অনশন! SIR নিয়ে সংঘাতের মধ্যে ঠাকুরবাড়িতে মতুয়া বনাম মতুয়া! SIR-এর বিরোধিতায় আজ থেকে অনশনে মতুয়াদের একাংশ। মতুয়াবাড়িতে অনশনে মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুরপন্থীরা। ভোটাধিকারের দাবিতে আমরণ অনশন শুরু মতুয়াদের একাংশ । ভিডিও কলে অনশনকারীদের পাশে থাকার বার্তা মমতা ঠাকুরের । 'যাঁরা এখন ভোট দিচ্ছেন, SIR-এর মাধ্যমে তাঁদের নাম কাটা যাবে না'। 'উদ্বাস্তু মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, দাবি অনশনকারীদের। মৃত ও ২ জায়গার ভোটার কাটা গেলে আপত্তি নেই আন্দোলনকারীদের।
SIR-আতঙ্কে এবার ভাঙড়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ! 'SIR-ভয়েই ভাঙড়ের জয়পুরে আত্মঘাতী সফিকুল গাজি', ভাঙড়ে সফিকুল গাজির রহস্যমৃত্যু নিয়ে দাবি পরিবারের। 'উঃ ২৪ পরগনার বাসিন্দা সফিকুল গাজি থাকতেন শ্বশুরবাড়িতে'। 'SIR-এর জন্য প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্কে ছিলেন', সফিকুল গাজির অস্বাভাবিক মৃত্যু নিয়ে দাবি পরিবারের। ভয়ের পরিবেশ তৈরি করছে বিজেপি, অভিযোগ সওকত মোল্লার। কী কারণে সফিকুলের রহস্যমৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে: পুলিশ সূত্র, যেখানেই যা মৃত্যু হলে SIR বলে চালানো হবে, পাল্টা বিজেপি। ক্যানসার আক্রান্ত কেউ মারা গেলেও বলা হবে SIR: শমীক ভট্টাচার্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই মাঠে নামছে তৃণমূলের লিগাল সেল। SIR নিয়ে আইনি সহায়তায় জেলায় জেলায় সভা করবে শাসক দলের সংগঠন। উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরে বিশেষ নজর লিগাল সেলের । ১১ নভেম্বর প্রথম সভা কলকাতার ডোরিনা ক্রসিংয়ে, থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য । তৃণমূলের লিগাল সেলের সাহায্যের কথা গতকালই ঘোষণা করেন অভিষেক। কাল বিহারে প্রথম পর্যায়ের ভোট। বিহারে ভোট শুরুর আগে, ভোট চুরি হবে বলে ভবিষ্যদ্বাণী রাহুল গান্ধীর। 'বিহারেও ভোট চুরি হবে, কারণ ভোটচুরির গোটা প্রক্রিয়া এখন শিল্পে পরিণত হয়েছে'। দিল্লিতে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ রাহুল গান্ধীর।
জাল সার্টিফিকেটকাণ্ডে শিলিগুড়িতে ৮জন গ্রেফতার। দেবীডাঙায় ২জন গ্রেফতার, জেরা করে আরও ৩জন গ্রেফতার। মাটিগাড়া, গজলডোবা থেকে জাল সার্টিফিকেট-সহ গ্রেফতার। খড়িবাড়ি হাসপাতালে জাল সার্টিফিকেটকাণ্ডে এক মহিলা গ্রেফতার।
কলকাতা ময়দানে ফুটবল ম্যাচেও ফিক্সিং, আরও গ্রেফতার। খিদিরপুর ক্লাব কর্তার পরে আরও একজন গ্রেফতার। বেলেঘাটা থেকে সুজয় ভৌমিক নামে এজেন্ট গ্রেফতার। ময়দানে ফুটবল ম্যাচেও গড়াপেটা, গ্রেফতারি বেড়ে ৩। SIR-আতঙ্কে এবার ভাঙড়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ! নথি না থাকায় আতঙ্কে ছিলেন, দাবি পরিবারের। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।
SIR Update: SIR-শুরুর দ্বিতীয় দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের বুথ লেভেল এজেন্ট বা BLA-দের আক্রান্ত হওয়ার অভিযোগ
SIR-শুরুর দ্বিতীয় দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের বুথ লেভেল এজেন্ট বা BLA-দের আক্রান্ত হওয়ার অভিযোগ। হিঙ্গলগঞ্জ এবং মাথাভাঙায়, বিজেপির BLA-দের মারধর এবং হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল
SIR News: দুর্গাপুর, ভগবানগোলা, খানাকুলের পর BLO-কে 'ম্যানমার্কিং' করতে দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুরে
দুর্গাপুর, ভগবানগোলা, খানাকুলের পর BLO-কে 'ম্যানমার্কিং' করতে দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুরে। BLO-র সঙ্গেই তৃণমূলের উপপ্রধান সহ অন্যান্য নেতা-কর্মীরা। ভয় দেখাতেই BLO-দের সঙ্গে তৃণমূল নেতারা, অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূল নেতার দাবি, সহযোগিতা করতেই BLO-র পাশে দাঁড়িয়েছেন তাঁরা। অন্যদিকে এই ঘটনায় ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাওড়ার জেলাশাসক।






















