Dilip Ghosh : ২২ গজে কামাল ! বকখালিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে ব্যাট ধরলেন দিলীপ
Dilip Ghosh Played Cricket : বকখালিতে গিয়ে ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ। ব্যাটিংয়ের পাশাপাশি বলও ঘোরালেন বিজেপি সাংসদ।
জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পর নামখানা। আজও নদীবাঁধের অবস্থা খতিয়ে দেখেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ছবি তোলেন বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের। দিলীপের তোপ, কংক্রিটের বাঁধ তৈরিতে কেন্দ্র টাকা দিলেও, রাজ্য সরকার কিছুই করেনি। পাশাপাশি, বকখালিতে গিয়ে ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ। ব্যাটিংয়ের পাশাপাশি বলও ঘোরালেন বিজেপি সাংসদ। ট্যুইটারে দিলীপ ঘোষ জানিয়েছেন, বকখালির মুন্সি রোডে স্থানীয় ক্লাবের আয়োজনে ৬ দিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
I inaugurated the 6-day Knockout Cricket Tournament organized by "Happy Sangha" on Munshi Road, Bakkhali. pic.twitter.com/2WhNdtU8Sk
— Dilip Ghosh (@DilipGhoshBJP) May 28, 2022
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ( South 24 Pargana ) গোসাবা এলাকায় বাঁধ পরিদর্শন করেন দিলীপ ঘোষ। আর শনিবার নামখানায় চিনাই নদীর বাঁধের অবস্থা দেখেন বিজেপি সাংসদ (BJPMP)। মোবাইল ফোনে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের ছবিও তোলেন তিনি। কথা বলেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে। এরপরই নদীবাঁধ নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ' আয়লার পর প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা কেন্দ্র দিয়েছে কংক্রিট বাঁধ তৈরির জন্য, কয়েকটি জায়গায় ক্রংক্রিটের বাঁধ, বাকি জায়গায় মাটির, কেন্দ্রের দেওয়া টাকা গেল কোথায়? মাস্টার প্ল্যান হওয়া উচিত, বাঁধ নিয়ে রাজ্য সরকার কিছুই করেনি। মাটির বাঁধ তৈরি করে টাকা নয়ছয় হয়েছে '
আয়লা, আমফান হোক, কী ইয়াস, একের পর এক ঘূর্ণিঝড় এলেই সরাসরি তার প্রভাব পড়ে এইসব মানুষের ওপর। একেকটা ঝড় আসে, আর তার ধাক্কা লাগে নদীবাঁধে। বাঁধ ভেঙে যাওয়ায় ঘরছাড়া হতে হয়ে বহু মানুষকে। রাজনৈতিক নেতাদের আকচাআকচির মধ্যেই নদীবাঁধের অবস্থা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।