Sonarpur Attempt To Murder : সোনারপুর স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে খুনের চেষ্টা !
Sonarpur Attempt To Murder : অভিযোগ, সঙ্গীদের মধ্যে থেকে আলি হোসেনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।
রঞ্জিত হালদার, সোনারপুর : সোনারপুর স্টেশন থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, আলি হোসেন লস্কর নামে ওই যুবকের বাড়ি ডায়মন্ড হারবারের ধামুয়ায়।
সোনারপুরে যুবককে খুনের চেষ্টা :
কলকাতা লেদার কমপ্লেক্সের কর্মী ওই যুবক সোমবার বাড়ি ফেরার ট্রেন ধরতে সোনারপুর স্টেশনে যান। অভিযোগ, সঙ্গীদের মধ্যে থেকে আলি হোসেনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।
রেললাইনের ওপর দিয়ে মারধর করতে করতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরে সোনারপুরের রাধাগোবিন্দ পল্লি থেকে ওই যুবককে উদ্ধার করে রেল পুলিশ। দিনকয়েক আগে ট্রেনের মধ্যে ঝামেলার জেরেই হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
সোনারপুরে দুই ট্রেনযাত্রীকে মারধরের অভিযোগ
বৃহন্নলাদের দাবি মতো টাকা না দেওয়ার দুই ট্রেনযাত্রীকে মারধরের অভিযোগ উঠল শিয়ালদা দক্ষিণ শাখায়। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে সুভাষ গ্রাম ও সোনারপুর স্টেশনের মাঝে।
অভিযোগ, আপ লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে ৫০ টাকা দাবি করেন দুই বৃহন্নলা। সুজন হালদার ও তাঁর দিদি ১০ টাকা দেওয়ায় তাঁদের ওপর চড়াও হন বৃহন্নলারা। রীতিমতো মারধর শুরু করেন। রাতেই সোনারপুর জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। এখনও অধরা অভিযুক্তরা।
এই মুহূর্তে সবথেকে বড় খবর :
- ঝালদাকাণ্ডে এবার সামনে নতুন অডিও ক্লিপ। তপন কান্দুকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলকর্মীর বিরুদ্ধে।
- শুধু একদিনের ঘটনা নয়, এর আগেও ফোনে হুমকি দেওয়া হয়েছে, অভিযোগ তপন কান্দুর স্ত্রী-র।
- অডিও ক্লিপ সিবিআইকে দেওয়া হবে, জানাল তপন কান্দুর পরিবার। কণ্ঠস্বর আমার, তবে তা অনেক আগের, মানলেন অভিযুক্ত অমল কান্দু।
- ৩০ সেকেন্ডে ৪ দুষ্কৃতীর অপারেশন। ভাদু শেখকে গুলি করে, বোমা মেরে খুনের সিসিফুটেজ এবিপি আনন্দের হাতে। এখনও অধরা ৩ আততায়ী।
- মুর্শিদাবাদ-পুরুলিয়া-দার্জিলিং-কোচবিহার-আলিপুরদুয়ার-নদিয়া, রাজ্যের ৬ জেলায় ১০০ পেরিয়ে রেকর্ড ডিজেলের। মূল্যবৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত।
- ইমরানের ভাগ্যে কী? ডেপুটি স্পিকারের রুলিং নিয়ে আজ রায় দেবে পাক সুপ্রিম কোর্ট। ঋণ দেওয়া বন্ধ করল আইএমএফ। শেয়ার বাজারেও ধাক্কা।
- বুচায় গণহত্যার অভিযোগে চাপে পুতিন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে সাসপেনশন প্রস্তাবে ভোটাভুটির সম্ভাবনা। ৪০ জন রুশ কুটনীতিককে বহিষ্কার করল জার্মানি।