Jaynagar Incident: জয়নগরে নিহত নির্যাতিতা বালিকার দেহ সংরক্ষণের দাবি, হাসপাতালে ধর্নায় BJP নেত্রী অগ্নিমিত্রা
Agnimitra Kanti On Jaynagar Incident: ১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে জয়নগরে ধুন্ধুমার, নিহত নির্যাতিতা বালিকার দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে ধর্নায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা
দক্ষিণ ২৪ পরগনা: অতীতে একাধিক ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দ্রুত মৃতদেহ দাহ করার ইস্যু উঠেছে। একাধিক মামলা রাজ্য পুলিশের হাত থেকে স্থানান্তরিত হয়ে, কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে। এবং সেই সকলক্ষেত্রে মৃতদেহ দাহ করলে, আর পুনরায় ময়না তদন্তের সুযোগ থাকছে না। যদিও এর মধ্যে কিছু ব্যতিকর্মী ঘটনাও রয়েছে। যেখানে কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে সদ্য ঘটে যাওয়া আরজি কর কাণ্ডে এখনও প্রতিবাদের ঝড় দিকে দিকে। তারই মাঝে ১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে জয়নগরের মহিষমারি এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি। এই অবস্থায় নিহত নির্যাতিতা বালিকার দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে ধর্নায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশের বিরুদ্ধে উঠছে স্লোগান। হাসপাতালে পৌঁছলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ও।
৯ বছরের বালিকাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। ভাইরাল ভিডিও। অভিযোগ, গতকাল এলাকায় এসে তৃণমূল বিধায়ক গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। তিনি ফিরে যেতেই পুলিশ তাঁদের মারধর করে বলে গ্রামবাসীদের অভিযোগ। এদিন ফের জয়নগরে যান কুলতলির বিধায়ক। ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, বিধায়ক যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রীতিমতো তাড়া করেন বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলকে।
আরও পড়ুন, দ্বিতীয়ায় হকার্স উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
আরজি কর কাণ্ডের বিচার চেয়ে যখন প্রতিবাদের ঢেউ দিকে দিকে, ঠিক তখনই আরও একটি ভয়াবহ ঘটনা এল প্রকাশ্যে। এবার জয়নগরে ১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্য়েই তুলকালাম পরিস্থিতি মহিষমারি এলাকায়। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত মজুমদার ফেসবুক পোস্ট করে বলেন, 'স্তম্ভিত, শিহরিত ! কুলতলী থানা এলাকায় টিউশন পড়ে ফেরার পথে, বলপূর্বক তুলে নিয়ে গিয়ে, ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হল চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে। পরে নদীর চর থেকে গ্রামবাসীরা উদ্ধার করেন নিথর দেহ' বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা। এরপর সুকান্ত মজুমদার আরও বলেন, 'মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী। দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের।' তিনি বলেন, আপনার অপশাসনে আর কতগুলি বাংলার মেয়ের এই পরিণতি হবে !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।