South 24 Parganas News: চোখে ছানির জেরেই বারবার লোকালয়ে চড়াও রয়্যাল বেঙ্গল! পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত বন দফতরের
South 24 Parganas News Update: বন দফতর সূত্রে খবর, মথুরাখণ্ডে ধৃত রয়্যাল বেঙ্গলের দাঁত পরীক্ষা করে দেখা গিয়েছে তার বয়স ১১ বছর। অর্থাৎ সে পূর্ণ বয়স্ক। পূর্ণ বয়স্ক ওই বাঘের একটি চোখে ছানি পড়েছে।
পার্থপ্রতিম ঘোষ, সুন্দরবন: সুন্দরবনের (Sundarban) গোসাবার (Gosaba) মথুরাখণ্ড গ্রামে ঢুকে আতঙ্ক তৈরি করেছিল যে রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger), তার একটি চোখে ছানি (Cataracts) পড়েছে। দৃষ্টি শক্তি কমে যাওয়ায়, শিকারের ক্ষমতা হারিয়ে বারবার লোকালয়ে চড়াও হচ্ছিল ওই বাঘ (Tiger)। অনুমান বনকর্তাদের। বন দফতর সূত্রে খবর, বাঘটিকে এখনই জঙ্গলে ছাড়া হবে না। প্রয়োজনে চিড়িয়াখানায় (Zoo) পর্যবেক্ষণে রাখা হতে পারে।
গর্জনে ধার থাকলেও, ক্ষিপ্রতায় নাকি ধার কমেছে এই রয়্যাল বেঙ্গলের। আর কমেছে চোখের নজর। তার কারণ, বয়সের কারণে ছানি পড়েছে তার চোখে। গত ১১ জানুয়ারি গভীর রাতে গোসাবার মথুরাখণ্ড গ্রামে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল সম্পর্কে এমনটাই জানাচ্ছে বন দফতর। বর্তমানে ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসদের পর্যবেক্ষণে রয়েছে এই বাঘ। বন দফতর সূত্রে খবর, মথুরাখণ্ডে ধৃত রয়্যাল বেঙ্গলের দাঁত পরীক্ষা করে দেখা গিয়েছে তার বয়স ১১ বছর। অর্থাৎ সে পূর্ণ বয়স্ক। পূর্ণ বয়স্ক ওই বাঘের একটি চোখে ছানি পড়েছে। শরীরের একাধিক জায়গায় রয়েছে ক্ষত। যা দেখে বিশেষজ্ঞদের অনুমান, বয়সের কারণে শিকার করার ক্ষমতা হারাচ্ছে সে।
বন দফতর সূত্রে খবর, পিরখালি ২-এর জঙ্গল থেকে বেরিয়ে, গোমর নদী পেরিয়ে, গোসাবার বালির মথুরাখণ্ড গ্রামে ঢুকেছিল বাঘটি। গ্রামবাসীরা জানিয়েছিল, গোয়ালে ঢুকে গরু, ছাগল মেরেছে এই রয়্যাল বেঙ্গল। তারপরই ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় ধরা পড়ে সে। ঠিক হয়েছিল কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু বাঘের চোখে ছানির বিষয়টি নিশ্চিত হওয়ার পর বন দফতর সেই ঝুঁকি আপাতত নিতে চাইছে না। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, বাঘের বয়স হয়ে গেলে সে লোকালয়ের কাছাকাছি চলে আসে। কারণ সেখান থেকে শিকার ধরা তার পক্ষে সহজ হয়। বন দফতর সূত্রে খবর, একটা চোখে ছানি থাকায়, ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা বাঘটিকে এখনই জঙ্গলে ছাড়া হবে না। প্রয়োজনে তাকে চিড়িয়াখানায় পর্যবেক্ষণে রাখা হতে পারে।
আরও পড়ুন: Jadavpur Car Accident: রাতের শহরে মদ্যপ চালকের বেপরোয়া গতি! গাড়ির ধাক্কায় মৃত ১, আহত আরও ৬