Sovan-Baishakhi : কাশ্মীরে শোভন-বৈশাখী, সফরের মুহূর্ত ভাগ নেটিজেনদের সঙ্গে
রোজকার চেনা ছবি থেকে অনেক আলাদা। বাড়ির ড্রয়িং রুমের আড্ডা কিংবা গান, নাচের ছন্দ থেকে অনেকটা দূরে। বরফে মোড়া কাশ্মীরে জমজমাট, বাংলার জুটির অস্থায়ী বসত-বাড়ি।
![Sovan-Baishakhi : কাশ্মীরে শোভন-বৈশাখী, সফরের মুহূর্ত ভাগ নেটিজেনদের সঙ্গে Sovan-Baishakhi: Baishakhi Banerjee Shares pictures and memories of kashmir tour Sovan-Baishakhi : কাশ্মীরে শোভন-বৈশাখী, সফরের মুহূর্ত ভাগ নেটিজেনদের সঙ্গে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/01/06b6c2d2e5836ce7de98e9f9599c5fb9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রিলের 'কাশ্মীর-ফাইলস' (Kashmir Files) এখনও দেখেননি তাঁরা। তবে রিয়েল-এর 'কাশ্মীর ফাইলস' তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন । বাস্তবের ভূস্বর্গে গিয়ে বিরল অভিজ্ঞতার সাক্ষী হলেন কলকাতার শোভন-বৈশাখী।কন্যা রিলিনা কে নিয়ে প্রায় এক পক্ষকাল কাশ্মীরে কাটিয়ে এলেন বৈশাখী বন্দোপাধ্যায়। সঙ্গী সেই শোভন। নেটিজেনদের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন সফরের মুহূর্তও।
রিয়েল লাইফের চিত্রনাট্য: রোজকার চেনা ছবি থেকে অনেক আলাদা। বাড়ির ড্রয়িং রুমের আড্ডা কিংবা গান, নাচের ছন্দ থেকে অনেকটা দূরে। বরফে মোড়া কাশ্মীরে জমজমাট, বাংলার জুটির অস্থায়ী বসত-বাড়ি। একেবারে রিয়েল লাইফের চিত্রনাট্য। গুলমার্গের নৈসর্গিক আবহ থেকে শ্রীনগরের টিউলিপ গার্ডেন। ১৫ দিন ছুটি কাটালেন কলকাতার প্রাক্তন মেয়র এবং তাঁর বান্ধবী।
![Sovan-Baishakhi : কাশ্মীরে শোভন-বৈশাখী, সফরের মুহূর্ত ভাগ নেটিজেনদের সঙ্গে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/01/15c85c07ae1abfe2b66e7c6e57260a9a_original.jpeg)
শোভন, বৈশাখীর কাশ্মীর অভিযান: ১৬ মার্চ আচমকাই শোভন, বৈশাখীর কাশ্মীর অভিযান। খাওয়া দাওয়া থেকে ছবি তোলা। হরেক অভিজ্ঞতার সাক্ষী থাকলেন শোভন-বৈশাখী । কখনও গুলমার্গ, সোনমার্গ, কখনও টিউলিপ গার্ডেন, কখনও আবার ক্ষীর-ভবানী মন্দির ঘুরে দেখা। কাশ্মীর দাপিয়ে বেড়ালো অধুনা বাঙালির কৌতূহলের জুটি। ছবি তুললেন নানা পোজ়ে। কখনও একই ফ্রেমে শোভন বৈশাখী। কখনও মায়ের সঙ্গে ছবি তুলল বৈশাখীর কন্যা রিলিনা। কখনো ছবিতে রিলিনার 'দুষ্টু' ! কখনও আবার টিউলিপের ব্যাকগ্রাউন্ডে সপরিবারে পোজ।
![Sovan-Baishakhi : কাশ্মীরে শোভন-বৈশাখী, সফরের মুহূর্ত ভাগ নেটিজেনদের সঙ্গে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/01/78dd680b2dee1e6f2b69f7d53d0ec668_original.jpeg)
কেমন কাটল কাশ্মীর সফর? কলকাতায় ফিরে অভিজ্ঞতা ভাগ করে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কেমন কাটল কাশ্মীর সফর? বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানালেন, কাশ্মীরের বাঙালি পর্যটকদের থেকেও নিস্তার নেই! শোভন বৈশাখীকে দেখে কেউ এগিয়ে সেলফি তুললেন, আড়ালে আবডালে শোভন বৈশাখীকে নিয়ে কৌতুহলী চর্চাও নজর এড়ালো না।
![Sovan-Baishakhi : কাশ্মীরে শোভন-বৈশাখী, সফরের মুহূর্ত ভাগ নেটিজেনদের সঙ্গে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/01/e25a5ffd72ab659603432addeded109f_original.jpeg)
একসঙ্গে ভূ-স্বর্গ ভ্রমণ: একদা তৃণমূলের কানন, ভূস্বর্গের কাননে ছবি তুলতে যে এত পারদর্শী, সেটা নতুন করে আবিষ্কারও করলেন বৈশাখী। ৬ বছর বয়সে বৈশাখী কাশ্মীরে গিয়েছিলেন। তৃণমূল নেতা শোভনেরও কাশ্মীরে যাওয়া এই প্রথম নয়। কিন্তু বৈশাখীর হাত ধরে প্রথমবার ভূ-স্বর্গ ভ্রমণ কাননের! এক লহমায় মনে হতেই পারে “ইঁয়ে কাহা আ গ্যায়ে হাম।‘’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)