SSC Tainted Candidate List: SSC-র দাগিদের তালিকায় পানিহাটির TMC বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম ! 'আইন আইনের পথে চলবে..'
SSC Tainted Candidate List TMC MLA Nirmal Ghosh: পানিহাটির তৃণমূল বিধায়কের বউমার নাম দাগিদের তালিকায়, কী প্রতিক্রিয়া নির্মল ঘোষের ?

উত্তর ২৪ পরগনা : SSC-র দাগিদের তালিকায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম ! দাগি তালিকায় নাম রয়েছে নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের । আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের।
'আইন আইনের পথে চলবে..'
এদিন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, 'কে হতে পারে, কে হতে পারে না, আইন আইনের পথে চলবে। প্রিন্সিপাল কনফার্ম করেছেন, উনি আপনারই পুত্রবধূ, সাংবাদিকের প্রশ্নের উত্তরে, নির্মল ঘোষ বলেন, আমি জানি না সেটা, ...সত্য বেরিয়ে যাবে। আমার কাছে কিছু আসেনি, কিছু না দেখে বলতে পারব না।আমার কাছে কোনও কাগজ নেই। যদি কোনও কাগজ এসে থাকে, আমি চেক করে বলব। তবে ম্যাটারটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে চলছে। বিচারে সত্য বেরিয়ে আসবে।'


SSC-র 'দাগি' শিক্ষকের তালিকায় TMC কাউন্সিলর
শনিবার রাত ৮ টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায়, ১ হাজার ৮০৪ জন 'দাগি' শিক্ষকের তালিকা প্রকাশ করে SSC. প্রকাশিত তালিকায় সামনে এসেছে, এমন কিছু নাম, যাদের নাম মিলে যাচ্ছে ২০২২ সালের SSC-র প্রকাশিত তালিকার সঙ্গে। শনিবার SSC-র প্রকাশিত তালিকায়, ৩৯ নাম্বারে, পশ্চিম মেদিনীপুরের শিক্ষক অজয় মাজির। যিনি পিংলা ব্লকের তৃণমূল নেতা। ফোনে যোগযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। ৯১৫ নাম্বারে নাম রয়েছে নমিতা আদকের। তিনি গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা। ঘটনাচক্রে আরামবাগের তৃণমূল পরিচালিত খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হকের স্ত্রীর নামও নমিতা আদক। এই প্রসঙ্গে নইমুল হককে ফোন করা হলে তিনিও ফোন তেলেননি। বাড়িতে গেলেও কারও দেখা পাওয়া যায়নি।
২০২২ সালের নিয়োগ দুর্নীতির OMR শিট সংক্রান্ত মামলায়, SSC প্রকাশিত তালিকায়, ৪৭৪ নাম্বারে নাম রয়েচে রাজপুর--সোনারপুর পুরসভার ১৮ নং ওয়ার্ডের TMC কাউন্সিলর কুহেলি ঘোষের। শনিবার ১ হাজার ৮০৪ জন 'দাগি' শিক্ষকের তালিকার ৬৪৭ নাম্বারে রয়েছে কুহেলি ঘোষের নাম। তাৎপর্যপূর্ণভাবে কয়েকদিন ধরে স্কুলে আসছেন না কুহেলি ঘোষ। কুহলি ঘোষ জানিয়েছেন, ..সেই তালিকায় আমার নাম আছে। কিন্তু কেন নামটা আছে, এটা এখনও আমার কাছে পরিষ্কার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনও অভিযোগ হওয়া মানে, আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে, যে আমি সেটা করেছি কিনা। আগামী সোমবার আমি হাইকোর্টে নতুন করে কেস ফাইল করছি।..আশাকরি বিচারে সঠিক তথ্যটাই উঠে আসবে।'






















