SSC Exam : আগামীকালের পরীক্ষা কি দাগি-মুক্ত হবে? নিশ্চিত করতে পারল না SSC
SSC Scam : আগামীকালের পরীক্ষা কি দাগি-মুক্ত হবে? বারবার প্রশ্নের উত্তর এড়াল স্কুল সার্ভিস কমিশন

আগামীকালের পরীক্ষা কি দাগি-মুক্ত হবে? আগামীকালের পরীক্ষা নিয়ে হাজার নিয়ম কানুনের কথা বললেও, এই প্রশ্নটা বারবার এড়িয়ে গেলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের তরফে বারবার এই প্রশ্ন উঠলেও, এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য দিতে পারল না এসএসসি (SSC) ।
একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারেন! বারবার এসএসসি-কে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটেই তাদের গলায় ফের শোনা গিয়েছে সতর্কবার্তা। শুধু SSC-র তালিকায় থাকা দাগিরাই নয়, স্কুলে যোগ দেননি কিন্তু 'দাগি', এমন কেউও যেন পরীক্ষায় বসতে না পারেন। গত সোমবার স্পষ্ট করে এসএসসি-কে জানায় সুপ্রিম কোর্ট। শনিবার রাতে ১৮০৬ জন দাগি শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তাদের কেউ আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়েনি তো? এই বিষয়ে যাবতীয় প্রশ্নের উত্তর পরীক্ষার আগের দিনই এড়িয়ে যায় স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, এই ধরনের প্রশ্নের উত্তর ১৪ তারিখের আগে দেব না। প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের বারংবার সতর্কবাণী সত্ত্বেও, পরীক্ষার আগের দিন পর্যন্ত কেন এই প্রশ্নের উত্তরে নিরুত্তর স্কুল সার্ভিস কমিশন? এর আগে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে এই ইস্যুতে তীব্র ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বলেন, 'এরা কোন নয়নের মণি, যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্য়াডভোকেট জেনারেল!' তারপরও 'দাগি'-সংক্রান্ত প্রশ্নে নিরুত্তর কমিশন।
এদিন সাংবাদিক বৈঠকে সিদ্ধার্থ মজুমদার জানান, এবার নকল করা বা নিয়ম বহির্ভূত কাজ আটকাতে প্রশ্নপত্র থেকে উত্তরপত্রে থাকছে একাধিক সুরক্ষাকবচ। যদি কেউ বেআইনি ভাবে কিছু করার চেষ্টা করেন, তাহলে তা ঝটিতি ধরে ফেলবে কমিশন। দাবি, বেআইনি কাজ কে করেছেন, তা ধরা যাবে আধঘণ্টার মধ্যেই। প্রতিটি প্রশ্নপত্রের জন্য থাকছে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার। তবে কী কী সিকিউরিটি ফিচার , তা খোলসা করেননি তিনি। সিদ্ধার্থ বলেন, 'প্রশ্নপত্রের মধ্যে নানারকম সুরক্ষা ব্যবস্থা থাকবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনও আলোচনা করব না, থাকবে এইটুকু বলে দিচ্ছি এবং সুরক্ষা ব্যবস্থাগুলো এমন, কোনওভাবে যদি প্রশ্নপত্রর কেউ ছবি, কোনওভাবে আমাদের নিরাপত্তা বলয় টপকে যদি কোনও বা অভ্যন্তরীনভাবে কোনওরকম প্রশ্ন ফাঁসের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে, আমরা সেই পর্যন্তও ধরতে পারব।' এত তথ্য দেওয়া সত্ত্বেও দাগি-বিষয়ক প্রশ্নে নিরুত্তরই রইল কমিশন।























