SSC Scam: রাজপথে ফের গর্জন চাকরিহারাদের, ssc-ভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী ! উঠল 'WE WANT JUSTICE' স্লোগান..
SSC Bhawan Abhijan: চাকরিহারারাদের করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান, অবিলম্বে OMR মিরর ইমেজ প্রকাশের দাবি

কলকাতা: রাজপথে ফের গর্জন চাকরিহারাদের। চাকরিহারারাদের করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান। যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি চাকরিহারারাদের। চাকরি পুনর্বহালের দাবিতে মিছিল চাকরিহারাদের। অবিলম্বে OMR মিরর ইমেজ প্রকাশের দাবি। ssc-ভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী। মিছিল থেকে উঠল 'WE WANT JUSTICE' স্লোগান।
আরও পড়ুন, 'মিটিংয়ে আমাদের ডাকা হয়নি, কাদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী ?' বড় প্রশ্ন অনশনরত চাকরিহারাদের
ইতিমধ্যেই অনশনে বসেছেন চাকরিহারাদের একাংশ। আর অনশনরত অবস্থায় বসেই বিস্ফোরক প্রশ্ন তুললেন এক চাকরিহারা শিক্ষাকর্মী।অনশনরত চাকরিহারা শিক্ষাকর্মী সুমন বিশ্বাস বলেছেন, আমাদের চাকরিটা বাঁচাতে হবে। এইটুকুই বক্তব্য। যোগ্যদের তালিকা প্রকাশ, মিরর ইমেজ প্রকাশ করে, আমাদের তালিকা বাঁচাতে হবে।আর আজকের যে মিটিয়ে কথা বলছেন, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সেই মিটিংয়ে আমাদের ডাকা হয়নি। তাঁরা কাদের সঙ্গে মিটিং করছেন ? যোগ্যদের সঙ্গে ? এই প্যানেলের যারা যোগ্য শিক্ষক -শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছে, তাঁদের কাছে প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কাদের সঙ্গে মিটিং করছেন? আমাদের চাকরি বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রী SSC এর চেয়ারম্যান কীভাবে বাঁচাবেন, আমরা জানি না। তাঁদের কাছে মিরর ইমেজ আছে, যোগ্যদের তালিকা দেবেন। তাহলে এতদিন কেন দেননি ? তাহলে অতিদ্রুত সেই তালিকা প্রস্তুত করে, আমাদের চাকরি বাঁচানো হোক। রায় রিভিউ করা হোক।'
সম্প্রতি নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর তোপ দেগেছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারা বলেছিলেন, 'আপনি ও আপনার ভাইপো, যে চাকরিগুলি বিক্রি করেছেন, পার্থ এবং সুজয়কৃষ্ণের মাধ্যমে, তাঁদের বাঁচাতে ১৯ হাজার যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীকে হাতে ধরে কোতল করলেন আপনি। ক্ষমার অযোগ্য।' চাকরিহারারা চাইলে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানে থাকবেন বলেই জানিয়েছিলেন বিরোধী দলনতা। প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি থাকব। আমার অনুগামী রয়েছে। আমি ১ লাখ লোক নিয়ে যাবো। পতাকা ছাড়া যাব।'এরপর চাকরিহারাদের সরাসরি প্রশ্ন করেছিলেন শুভেন্দু যে, 'এই যোগ্য বলে যে ৭ হাজার কার্ড দিল, সেটা ওরা জানল কীকরে ? তারমানে ১৯ হাজার অযোগ্য ? ক্ষোভপ্রকাশ করে গর্জে ওঠেন শুভেন্দু।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















