Visva-Bharati University: ছাত্র আন্দোলন ও রাজ্য পুলিশের অসহযোগিতার অভিযোগ, সমাবর্তন উৎসব বাতিল বিশ্বভারতীর
আইন শৃঙ্খলার প্রশ্নে বাতিল সমাবর্তন, এবিপি আনন্দকে জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
বীরভূম: ছাত্র আন্দোলন ও রাজ্য পুলিশের অসহযোগিতাকে দায়ী করে, সমাবর্তন উৎসব বাতিল করল বিশ্বভারতী (Viswa Bharati University)। রবিবার সমাবর্তন হওয়ার কথা ছিল বিশ্বভারতীতে (Viswa Bharati University)। উপস্থিত থাকার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের। আইন শৃঙ্খলার প্রশ্নে বাতিল সমাবর্তন, এবিপি আনন্দকে জানিয়েছেন বিশ্বভারতীর (Viswa Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পুলিশ সাহায্য করছে না, ওসি-কে ডাকলেও আসছেন না, অভিযোগ উপাচার্যের।
ছাত্র বিক্ষোভ: গোটা নভেম্বর মাসজুড়েই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলেছে। বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণের দাবিতে উপাচার্যের বাংলোর সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে পড়ুয়াদের একাংশ। সমর্থন জানায় অধ্যাপক সংগঠনও। মন্তব্যে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ।
পৌষ মেলার নিয়েও টানাপোড়েন: এদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাঠে পৌষ মেলার নিয়েও টানাপোড়েন অব্যাহত। পৌষ মেলার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। এবারও কি পৌষমেলা হবে? এখন সেটাই দেখার।