(Source: ECI/ABP News/ABP Majha)
Sujan Chakraborty: 'স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকের ভূমিকায় ছিল RSS', বিজেপি-কে বিঁধলেন সুজন
BJP on Dynasty Politics: হায়দরাবাদে বিজেপি-র কর্মসমিতির বৈঠকে বাংলা, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশায় পরিবারতন্ত্র নির্মূল করার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কলকাতা: পরবর্তী লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেও বিজেপি-র মুখে পরিবারতন্ত্র। তা নিয়ে তীব্র আক্রমণ শানালেন সিপিএম-এর (CPM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তাঁর দাবি, কর্মীদের উদ্দেশে নতুন কিছু বলার নেই, তাই বার বার একই বুলি আউড়ে চলেছেন বিজেপি (BJP) নেতৃত্ব। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে সঙ্ঘকে বিশ্বাসঘাতক বলেও উল্লেখ করেছেন তিনি।
বিজেপি-কে তীব্র আক্রমণ সুজনের
হায়দরাবাদে বিজেপি-র কর্মসমিতির বৈঠকে বাংলা, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশায় পরিবারতন্ত্র নির্মূল করার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সেই মন্তব্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুজন। রবিবার এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "বিজেপির ঘোষিত নীতি হচ্ছে, বিরোধীমুক্ত ভারত চাই। মুখে বলছে, কংগ্রেসমুক্ত ভারত। বামপন্থীদের উপর খুব রাগ ওদের। কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকের ভূমিকা ছিল আরএসএস-এর। স্বাধীনতা সংগ্রামে জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কংগ্রেস। সংঘটিত আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বামেরা। স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কিন্তু বিজেপি সেই দায়িত্ব অস্বীকার করছে। দেশটিকে সর্বনাশের জায়গায় নিয়ে যাচ্ছে।"
২০১৪ সাল থেকেই লাগাতার বিজেপি নেতৃত্বের মুখে ঘুরেফিরে উঠে এসেছে পরিবারতন্ত্রের কথা। এ যাবৎ মূলত কংগ্রেসই তাদের নিশানায় থেকেছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকেও পরিবারতন্ত্রের অস্ত্রে বিঁধেছেন তাঁরা। এ বার বাকিদেরও সেই তালিকায় জুড়লেন। তাতে বিজেপি-কেও পাল্টা বিঁধেছেন বিরোধীরা। তৃণমূল মুখপ্তার কুণাল ঘোষ বলেন, "অমিত শাহ অসাড় কথা বলছেন। বাংলায় পুরোদস্তুর মানুষের সমর্থন নিয়ে, আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে। সামনে, ডাইনে, বাঁয়ে তাকিয়ে দেখুন। কোথাও অধিকারী প্রাইভেট লিমিটেড-এর সাইনবোর্ড, কোথাও সিন্ধিয়া পরিবারের। এঁদের মুখে পরিবারতন্ত্র শোভা পায়। আসলে কর্মীদের সামনে বলার কিছু নেই। তাই গোল গোল করে সেই পরিবারতন্ত্রের বুলি আউড়ে যাচ্ছেন।"
ফের পরিবরতন্ত্রের কথা বিজেপি-র মুখে
২০১৪ সাল থেকেই লাগাতার বিজেপি নেতৃত্বের মুখে ঘুরেফিরে এসেছে এই পরিবারতন্ত্রের কথা। কিন্তু বিরোধীদের নিশানা করলেও, বিজেপি-র অন্দরে পরিবারতন্ত্র নিয়ে দলীয় নেতৃত্ব নীরব কেন প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, “বিজেপি-র বহু নেতা-নেত্রী আছেন, যাঁরা পরিবার সূত্রে রাজনীতি করেন। ক্রিকেটের জুয়ারি, মন্ত্রীর ছেলে ক্রিকেটের জুয়ারি সব আছেন। নেহরু- ইন্দিরা,-রাজীব একটি প্রতিষ্ঠানের নাম। সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করতে তৎপর বিজেপি।”