Avani Group :'টাকা দিয়েও অধরা বাড়ি'! নানা গোরোয় গড়ে ওঠেনি অবনী গ্রুপের আবাসন,আশা-আশঙ্কায় ক্রেতারা
ABP Ananda LIVE : ১৪ বছর পার, কেউ কথা রাখেনি। ২০১২ সালে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস লাগোয়া জমিতে অভিজাত আবাসন কিনতে লোন নিয়েছিলেন অনেকেই। কিন্তু, অভিযোগ নানা গোরোয় গড়ে ওঠেনি আবাসন। আশা-আশঙ্কার দোলাচলে ক্রেতারা। যে অবনী গ্রুপের
প্রকল্প নিয়ে বিতর্ক, তাদের আইনজীবীর বক্তব্য়, একজন ক্রেতা এই সমস্য়ার সমাধানে এগিয়ে এসেছেন। তিনি একটি প্রস্তাবও দিয়েছেন। যা এই মুহূর্তে ট্রাইবুনালে বিচারাধীন।
আরও খবর...
TMC News: BDO অফিসে তাণ্ডব, ফরাক্কা কাণ্ডে গ্রেফতার যুব তৃণমূল নেতা
BDO অফিসে তাণ্ডব, ফরাক্কা কাণ্ডে গ্রেফতার যুব তৃণমূল নেতা। গ্রেফতার ফরাক্কার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। BDO অফিসে তাণ্ডব, যুব তৃণমূল নেতা-সহ গ্রেফতার ৫।গতকাল তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব। যুব তৃণমূল নেতা গ্রেফতার, FIR-এ তৃণমূল বিধায়ককে কেন ছাড়? গতকাল তৃণমূল বিধায়কের সঙ্গে BDO অফিসে ঢুকে ভাঙচুর।অনুগামীদের নিয়ে BDO অফিসে চড়াও হন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়কের সামনেই BDO অফিসে ভাঙচুর। ঘটনার জেরে আজ দুপুর পর্যন্ত বন্ধ রইল শুনানি। 'ভাঙচুরের সময় চেম্বারে ছিলাম না'
চেম্বার ভাঙচুর হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, প্রতিক্রিয়া BDO-র।
টাকা দিয়েও অধরা বাড়ি,



















