Sukanta Majumdar: 'এটা পশ্চিমবঙ্গ না মিনি পাকিস্তান?' এই কারণে প্রশ্ন তুলে দিলেন সুকান্ত
Newtown Businessman Shot Dead: নিউটাউনে ব্যবসায়ী খুনে গ্রেফতার করা হয়েছে তাঁর বিজনেস পার্টনারকে। ধৃতের নাম রফিকুল ইসলাম।
নিউটাউন : নিউটাউনে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির সভাপতি। সুকান্ত মজুমদারের প্রশ্ন, 'এটা পশ্চিমবঙ্গ না মিনি পাকিস্তান?' এক্স হ্যান্ডেলে তিনি আরও লেখেন, 'এক ব্যক্তিকে নৃশংসভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল। এতবড় অপরাধের পরেও খুনিরা এখনও অধরা।'
কী হয়েছিল নিউটাউনে ?
গতকাল রাতে ইকো পার্কের কাছে শ্যুটআউটে খুন হন ব্যবসায়ী। নিহত হন ভাঙড়ের ইটভাটার মালিক নাসিরউদ্দিন খান। রাত ১০টা নাগাদ বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হামলা চালায় দুষ্কৃতীরা। গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুন বলে দাবি করে নিহতর পরিবার। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর বিজনেস পার্টনারকে। ধৃতের নাম রফিকুল ইসলাম। জেরায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশ সূত্রের ।
এদিনই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান। 'সেপ্টেম্বরের প্রথম দিনই বাংলায় ৪টি যৌন নির্যাতনের অভিযোগ।' এক্স হ্যান্ডেলে ঠিক এই ভাষাতেই আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছেন অমিত মালব্য। ইলামবাজার, নদিয়া, মধ্যমগ্রাম ও হাওড়ার ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ শানান তিনি।
এরপর চার জায়গার ঘটনার কথা সংক্ষেপে তুলে ধরে মালব্য লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, মহিলাদের জন্য সবথেকে অসুরক্ষিত রাজ্য পশ্চিমবঙ্গ। কঠোর আইন প্রয়োগ এবং ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে ধর্ষণ ও POCSO মামলায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার ব্যাপারে উনি কিছুই করেননি ।" "চূড়ান্ত ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে অবিলম্বে পদত্যাগ করা উচিত" বলেও দাবি জানান বিজেপির আইটি সেলের প্রধান।
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্য়েই বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্য়রত নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক রোগীর বিরুদ্ধে। অন্যদিকে, সাত বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার মধ্য়মগ্রামের রাজবাড়ি এলাকা। হাওড়া সদর হাসপাতালে এক নাবালিকা রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ল্যাবকর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার পিসতুতো দাদার বিরুদ্ধে।
আরও পড়ুন ; 'সেপ্টেম্বরের প্রথম দিনই বাংলায় ৪টি যৌন নির্যাতনের অভিযোগ', মালব্যর নিশানায় মমতা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।