Murshidabad Waqf Protests: ওয়াকফ-অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদ,উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি
Supreme Court: প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বলেন, "অশান্তি নিয়ে আমি চিন্তিত, উদ্বিগ্ন।"

কলকাতা: মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী অশান্তি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মামলা যখন আদালতে বিচারাধীন, সেই সময় এমন হিংসা ঠিক নয় বলে মন্তব্য করল শীর্ষ আদালত। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বলেন, "অশান্তি নিয়ে আমি চিন্তিত, উদ্বিগ্ন।" ওয়াকফ নিয়ে শুনানিতে CJI জানান, সংবিধানের ২৬ নং ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। এটা সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। (Murshidabad Waqf Protests)
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যে সংশোধিত ওয়াকফ আইন এনেছে, তার বিরোধিতায় সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা দায়ের হয়েছে। বুধবার সেই নিয়ে প্রাথমিক শুনানি চলাকালীন একেবারে শেষ পর্বে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ ওঠে আদালতে। CJI তাতে বলেন, "ওয়াকফ নিয়ে এখনও পর্যন্ত যা যা হয়েছে, তার মধ্যে হিংসা নিয়েই সবচেয়ে বেশি উদ্বিগ্ন আমি। মামলাটি বিচারাধীন রয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তাই এই ধরনের ঘটনা ঠিক নয়।" (Supreme Court)
মুর্শিদাবাদের প্রসঙ্গ উঠলে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, "অনেকে মনে করে হিংসা ছড়িয়ে চাপ সৃষ্টি করা যাবে।" এর পাল্টা অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল জানতে চান, "কারা চাপ তৈরি করছে?" সেই আবহে CJI খন্না বলেন, "আইনের ভাল দিকও আছে। সেগুলি সামনে আসা উচিত। আমরা সিদ্ধান্ত নেব।"
মুর্শিদাবাদে ওয়াকফ-বিরোধী অশান্তি নিয়ে NIA তদন্ত চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণও করা হয়েছে। মোট দু'টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে, NIA তদন্ত এবং ৩০০ ঘরছাড়া পরিবারকে ঘরে ফেরানোর আবেদন জমা পড়েছে। মামলা দায়ের করতে অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুর্শিদাবাদ নিয়ে মুখ খোলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরিকল্পনা করে মুর্শিদাবাদে অশান্তি ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। গোটা ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনী BSF-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এমনকি মুর্শিদাবাদের ঘটনা বাংলাদেশ যোগ রয়েছে বলে যে দাবি সামনে আসছে, সেই নিয়েও নিজের অবস্থান জানান মমতা। তাঁকে বলতে শোনা যায়, "স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করে বলছে বাংলাদেশের হাত আছে। হাত থাকলে তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব! কারণ BSF বর্ডার সামলায়। আমরা সামলাই না। BSF কাকে হাত করেছে...কিছু বাচ্চা ছেলেকে ৫০০০, ৬০০০ টাকার বিনিময়ে ইঁট ছুড়িয়েছে। এটা কিন্তু আমি খুঁজে বের করবই।"






















