West Bengal News Live:SIR বিতর্কে এবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি বিজেপি সাংসদের
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
সুপ্রিম কোর্টে আজ ফের DA-শুনানি। গোটা দেশে প্রভাব, প্রয়োজনে রোজ শুনানি, জানিয়ে দিল আদালত। পুজো অনুদানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা।
তৃণমূলে নাটকীয় রদবদল। সুদীপের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা হতেই চিফ হুইপের পদ ছাড়ার ঘোষণা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
ইস্তফার ইচ্ছে প্রকাশ করেই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রকে বেলাগাম আক্রমণ।
পদ ছাড়ার কথা বলেই নেত্রীর প্রতি ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কেউ নাটক করছেন, কেউ পুরসভা দেখছেন বলে সাংসদদেরই আক্রমণ।
নেত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকের আগেই কল্যাণের কথায় ক্ষোভের ইঙ্গিত।
অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একসঙ্গে কাজ করার বদলে সাংসদদের ঝগড়ায় বিরক্ত নেত্রী। এরকম চলবে শৃঙ্খলা বিরোধী পদক্ষেপ। ইস্তফা-বিতর্কের মধ্যেই কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়।
চলতি মাসেই ফের বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। ২০ অগাস্ট দমদমে সভার সম্ভাবনা। উদ্বোধন করতে পারেন নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের।
টার্গেট ছাব্বিশের ভোটের দিন ঘোষণার আগেই বাংলায় আসবেন নরেন্দ্র মোদি-অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতারা। সংগঠন ধরে রাখতে শমীক-সুকান্তকে নির্দেশ।
SIR নিয়ে তৃণমূলের মোকাবিলায় বঙ্গ বিজেপিকে পাল্টা প্রচারে নামার নির্দেশ দিল্লির।তথ্য দিয়ে সাহায্য করবে কেন্দ্রীয় নেতৃত্ব। শমিক-সুকান্তকে বার্তা অমিত শাহের।
ছাব্বিশের ভোটের আগে জেলাওয়াড়ি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু কোচবিহার দিয়ে। অসম সীমানাবর্তী এলাকায় বাংলা ভাষা নিয়ে আন্দোলনে জোর।ভোটের আগে জেলাওয়াড়ি বৈঠক
বাংলায় বলায় ফের হরিয়ানায় অত্যাচার? থানায় আটকে অত্যাচারের অভিযোগ গোয়ালপোখরের পরিযায়ী শ্রমিকের। আতঙ্ক নিয়েই ঘরে ফিরলেন ৫০জন।
বাংলা বলে কোনও ভাষা নেই। দিল্লি পুলিশের ফরমানের পর অমিত মালব্যের পোস্টে তোলপাড়। পরিকল্পিতভাবে ভাষা সন্ত্রাস ছড়ানোর অভিযোগে সরব তৃণমূল।
বাংলা বলে ভাষা নেই?
ভোটার কার্ডে নাম বাদের অভিযোগের মধ্যেই জোড়া ভোটার কার্ড বিতর্ক। বিহারের বিরোধী দলনেতা। পাটনা থানায় লালুপুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
SIR-এর বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনও বাধা নেই। মামলায় হস্তক্ষেপ না করে জানিয়ে দিল হাইকোর্ট। স্কুলের কাজে ক্ষতির দাবিও খারিজ।
TMCP-র প্রতিষ্ঠা দিবসের দিনই হবে পরীক্ষা। সরকারি আপত্তি উড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তেই সিন্ডিকেটের সায়। বিরোধিতায় ৩ সরকারি প্রতিনিধি।
এবার রহড়া ফ্ল্যাটে অস্ত্রের ভাণ্ডার! আগ্নেয়াস্ত্র, রাশি রাশি কার্তুজ, লেদ মেশিন-সহ একজন গ্রেফতার। বিহার থেকে আমদানি করে বিক্রি, জানিয়ে দিল পুলিশ।
দেড় মাস জলের তলায়। ঘাটালে কলার ভেলায় ভাসিয়ে প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরের স্ত্রীর মৃতদেহ আনা হল শ্মশানে! এটাই রীতি, আজব ব্যাখ্যা তৃণমূল বিধায়কের
যেন গর্তের মধ্যেই রাস্তা! কৈখালি থেকে কামালগাজি-কলকাতা জুড়ে ঝুঁকি নিয়েই যাতায়াত। দুর্ভোগ বাড়িয়ে বালিগঞ্জ সার্কুলার রোডে হঠাৎ নামল বিশাল ধস।
বাহুবলীর ছবি ফিরল প্রয়াগরাজে। শিশুকে বাঁচাতে মাথায় নিয়ে পারাপার! বিজেপির দুর্নীতির গহ্বরে জমেছে জল। ২০ হাজার কোটি বরাদ্দ নিয়েই প্রশ্ন অখিলেশের।
গড়বেতার কাছে ডাউন রেল লাইনে হঠাৎ রহস্যজনক শব্দ। আপ লাইনে যাওয়ার সময় দাঁড়িয়ে পড়ল রাজধানী এক্সপ্রেস। ঘটনাস্থলে গেল ফরেন্সিক।
কলেজে ভর্তিতে প্রায় ৬ লক্ষ শূন্য-আসন। ৫ অগাস্ট পর্যন্ত বাড়ল অনলাইনে আবেদনের সময়। ২৪ অগাস্ট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে প্রবেশিকা।
WB News Live Updates: কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, প্রতিবাদে বারাসাতে বিজেপির বিক্ষোভ
কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, প্রতিবাদে বারাসাতে বিজেপির বিক্ষোভ
West Bengal News Live: হুগলির আরামবাগের ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী
হুগলির আরামবাগের ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী






















