TMC Leader Property Case : ১৯ তৃণমূল নেতা-মন্ত্রীর আয় বহির্ভূত সম্পত্তি মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
Supreme Court Stay Order : পশ্চিমবঙ্গের ১৯ নেতা মন্ত্রীর সম্পত্তির বৃদ্ধির বিষয়টি ইডি খতিয়ে দেখুক, এমনই আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির মামলায় কলকাতা হাইকোর্টে শুনানির ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এ নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন।
আইনজীবী কপিল সিব্বল ও সুহান মুখোপাধ্যায় স্বর্ণকমল সাহা ও অন্যান্যদের হয়ে সওয়াল করেন। শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চ হাইকোর্টে মামলার শুনানির ওপর স্থগিতাদেশ দেয়।
জনস্বার্থ মামলা
পশ্চিমবঙ্গের ১৯ নেতা মন্ত্রীর সম্পত্তির বৃদ্ধি বিষয়ক এই মামলায় ইতিমধ্যেই ইডি-কে যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। ওই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা সহ অন্যান্য় নেতারা। ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, গৌতম দেব, শিউলি সাহা, জাভেদ খান, অমিত মিত্র, অর্জুন সিংয়ের র মতো তৃণমূলের হেভিওয়েটদের নাম উঠে আসে এই মামলায়।
কার কত সম্পত্তি বৃদ্ধির দাবি
দাবি করা হয়, একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীর সম্পত্তি ২০১১ থেকে ২০১৬’র মধ্যে বিপুল হারে বেড়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০১১ সালে ফিরহাদ হাকিমের অস্থাবর সম্পত্তির মূল্য ছিল ১ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬২৪ টাকা। স্থাবর সম্পত্তির মূল্য ছিল ৭৯ লক্ষ ২০ হাজার টাকা। ২০১৬ সালে তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য বেড়ে হয় ২ কোটি ৫১ লক্ষ ৬০ হাজার ১৮৩ টাকা। স্থাবর সম্পত্তির মূল্য হয় ৯৭ লক্ষ ৯১ হাজার ২৭৩ টাকা।
২০১১ সালে ব্রাত্য বসুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৫ লক্ষ ৮৪ হাজার ২০৩ টাকা। স্থাবর সম্পত্তির মূল্য ছিল ৪০ লক্ষ টাকা। ২০১৬ সালে ব্রাত্য বসুর অস্থাবর সম্পত্তির মূল্য বেড়ে হয় ৩২ লক্ষ ১২ হাজার ৫৭ টাকা। স্থাবর সম্পত্তির মূল্য বেড়ে হয় ৮০ লক্ষ টাকা।
২০১১ সালে জ্যোতিপ্রিয় মল্লিকের অস্থাবর সম্পত্তির মূল্য ছিল ১৯ লক্ষ ৫১ হাজার ৫১৪ টাকা। স্থাবর সম্পত্তির মূল্য ছিল ৫১ লক্ষ ৬০ হাজার টাকা। ২০১৬ সালে জ্যোতিপ্রিয় মল্লিকের অস্থাবর সম্পত্তির মূল্য বেড়ে হয় ৪৯ লক্ষ ১০ হাজার ৫৮৪ টাকা। স্থাবর সম্পত্তির মূল্য হয় ১৩ লক্ষ ১২ হাজার টাকা।
২০১১ সালে রাজ্যের আরেক হেভিওয়েট মন্ত্রী অরূপ রায়ের অস্থাবর সম্পত্তির মূল্য ছিল ১০ লক্ষ ৪৮ হাজার ৪০১ টাকা
স্থাবর সম্পত্তির মূল্য ছিল ৬৬ লক্ষ ২৫ হাজার টাকা। ২০১৬ সালে অরূপ রায়ের অস্থাবর সম্পত্তির মূল্য হয় ১ কোটি ২৬ লক্ষ ৬০ হাজার ২৩৯ টাকা । স্থাবর সম্পত্তির মূল্য হয় ৭২ লক্ষ ৯৩ হাজার ৩৯০ টাকা।
২০১১ সালে হেভিওয়েট তৃণমূলের মন্ত্রী মলয় ঘটকের অস্থাবর সম্পত্তির মূল্য ছিল ১৭ লক্ষ ৭২ হাজার ১৫১ টাকা।
স্থাবর সম্পত্তির মূল্য ছিল ১৩ লক্ষ ৪৫ হাজার টাকা। ২০১৬ সালে মলয় ঘটকের অস্থাবর সম্পত্তির মূল্য বেড়ে হয় ২০ লক্ষ ১৮ হাজার ৫৬৫ টাকা। স্থাবর সম্পত্তির মূল্য বেড়ে হয় ১২ লক্ষ টাকা।