Suvendu Adhikari : 'সিসিটিভি প্রতি খরচ ৩ লক্ষের বেশি' ! সরকারি হাসপাতালে ক্যামেরা বসাতেও 'কোটি কোটি টাকা কাটমানি', বিস্ফোরক শুভেন্দু
আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই প্রশ্ন চিহ্নের মুখে রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা। এবার কলেজে সিসিটিভি বসানো নিয়ে টাকা নয়ছয়ের অভিযোগ !
ঐশী মুখোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ, কলকাতা : CCTV ক্যামেরা বসানো নিয়েও এবার কাটমানি খাওয়ার অভিযোগ ! চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই প্রশ্ন চিহ্নের মুখে রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা। এবার কলেজে সিসিটিভি বসানো নিয়ে টাকা নয়ছয়ের অভিযোগ উঠল।
আর জি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ-খুনের পর, আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল হাসপাতালে পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করা। কর্তব্যরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা যাতে নিরাপদ বোধ করেন, তার উদ্যোগ নেওয়া। আর তার জন্যই হয়েছে আন্দোলন, অনশন। অবশেষে বিভিন্ন সরকারি হাসপাতালে সিসি ক্যামেরা বসাতে উদ্যোগী হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার জন্য বরাতও দেওয়া হয়েছে।
আর CC টিভি ক্য়ামেরা বসা নিয়েও তৃণমূলের বিরুদ্ধে কোটি কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। নথি সামনে এনে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। প্রথম যে নথি তিনি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ৫০ টি সিসিটিভির জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি ৭৫ লক্ষ ৯৮ হাজার সাতশো উনচল্লিশ টাকা!
আর এই নিয়ে বিস্ময় প্রকাশ করে শুভেন্দু অধিকারী পোস্টে লিখেছেন, তার মানে সিসিটিভি প্রতি খরচ দাঁড়ায় ৩ লক্ষ ৫১ হাজার ৫৭৪ টাকা! অন্যদিকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের সিসি ক্যামেরার বরাত সংক্রান্ত আরেকটি নথিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ১৯৫ টি সিসি ক্যামেরার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৩ কোটি ২২ লক্ষ ৫২ হাজার টাকা। অঙ্কের হিসেব ভেঙে শুভেন্দু অধিকারীর পোস্ট, এই রেটে ১৯৫ টি সিসি ক্যামেরা বসালে প্রতিটি ক্যামেরা বাবদ খরচ দাঁড়াচ্ছে ১ লক্ষ ৬৫ হাজার ৪০০ টাকা!
এইসব নথি সামনে রেখেই শুভেন্দু অধিকারী লিখেছেন, জাস্টিস ফর অভয়া, নাকি কাটমানি ফর তৃণমূল? সঙ্কটকে অর্থ উপার্জনের সুযোগে পরিণত করার জন্য TMC সত্যিই প্রশংসার দাবিদার। আশ্চর্যজনক, অবিশ্বাস্য এবং একেবারে নির্লজ্জ। সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিতে লিপ্ত। কিন্তু এবার তারা নিজেই নিজেদের ছাপিয়ে গেছে।
শুভেন্দু অধিকারীর এই পোস্টের পাল্টা পোস্ট করে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, 'বিজেপির সরকার ২০১৬ সালে মহারাষ্ট্রের গ্রেটার মুম্বইতে মাত্র ৬০০০ টি সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য ৯৫০ কোটি টাকার বরাত দিয়েছিল। অর্থাৎ বিজেপির সরকার প্রতি সিসিটিভি ক্যামেরা পিছু খরচ করেছিল ১৫ লক্ষ ৮৩ হাজার ৩৩৩ টাকা করে। ভেবে দেখুন, একটি ক্যামেরার পেছনে খরচ প্রায় ১৬ লক্ষ টাকা!
তাদের দলের নেতা আজকে পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্ন তুলছে? লজ্জা নেই? পশ্চিমবঙ্গের উত্তর চাওয়ার আগে মহারাষ্ট্রের উত্তর দিন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে