BJP Rally : মমতার বাড়ির দোরগোড়ায় আজ সুকান্ত-শুভেন্দু, উঠবে বিজেপির স্লোগান
Sukanta Suvendu Rally : হাজরা মোড়ের এই সভায় প্রধান বক্তা বিরোধী দলনেতারাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও থাকছেন।
শিবাশিস মুখোপাধ্যায়, কলকাতা : আজ মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) দুয়ারে বিজেপির ( BJP ) সভা। বিকেল ৪টে নাগাদ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
হাজরা মোড়ের এই সভায় প্রধান বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) । ৩ ডিসেম্বর, ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভায় যোগ দিতে যাওয়ার পথে, হটুগঞ্জে বিজেপি কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদেই আজ মমতার এলাকায় সভা করবেন শুভেন্দু-সুকান্ত। আগামীকাল হাজরা মোড়ে পাল্টা সভা করবে তৃণমূল।
আরও পড়ুন :
আজ ১২ ডিসেম্বর, শুভেন্দুর দেওয়া ৩টি তারিখের প্রথম দিন, কী ঘটবে আজ
আজ ১২ ডিসেম্বর । বিরোধী দলনেতার দেওয়া ৩টি তারিখের প্রথম দিন। রবিবারই শুভেন্দু অধিকারী বলেন আগামী দিনে অর্থনৈতিক ভাবে আরও দেউলিয়া হবে সরকার। শুধু তাই নয়, দুর্নীতিতে জড়িতরা সবাই জেলে যাবেন। ১২ ডিসেম্বর! ১৪ ডিসেম্বর! ২১ ডিসেম্বর! আপাতত সবার নজর, এই তিনটে দিনের দিকে! কারণ, ডিসেম্বর-রহস্যে নতুন মাত্রা যোগ করে, এবার একেবারে তারিখ দাগিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী! গত কয়েকমাস ধরেই, বারে বারে ডিসেম্বর নিয়ে নতুন নতুন সব হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে ডিসেম্বর নিয়ে কৌতুহলের পারদও বেড়েছে পাল্লা দিয়ে! আর এবার তো সরাসরি তারিখও বলে দিয়েছেন তিনি! এই আবহে এই দিনটির দিকে তাকিয়ে সকলেই।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ ৩ দিনের মেঘালয় সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে শিলং বিমানবন্দরে নামবেন। আগামীকাল মেঘালয় রাজ্য তৃণমূলের কর্মী সম্মেলনে প্রধান বক্তা তৃণমূল নেত্রী।এই সফরে মমতার সঙ্গে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয় ও ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। গত ২ বছর ধরে ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বিস্তারের চালাচ্ছে তৃণমূল। এবার তাদের লক্ষ্য মেঘালয়। ইতিমধ্যেই উত্তর-পূর্বের এই রাজ্যে একাধিক পার্টি অফিস তৈরি হয়েছে। সম্প্রতি মেঘালয় ঘুরে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত বছরের নভেম্বরে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ৫ বারের বিধায়ক মুকুল সাংমা সদলবলে তৃণমূলে যোগ দিয়েছেন।সেই সুবাদে এখন মেঘালয় বিধানসভায় বিরোধী দল তৃণমূল।