West Bengal News Live: ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার!
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
শহরে ফের অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন। একের পর বিস্ফোরণ। অনেকের আটকে থাকার আশঙ্কা। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল।
বিধ্বংসী আগুনে ছারখার তপসিয়ার একের পর এক ঝুপড়ি। সর্বস্বান্ত বহু মানুষ। দমকলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ।
পাসপোর্ট জালিয়াতির কিংপিন সমরেশের নেটওয়ার্ক বাংলাদেশেও! টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশকারীদের তথ্য জানতেই ছিল ওপারে যাতায়াত। রয়েছে একাধিক এজেন্টও। ফোনের কল লিস্ট থেকে মিলল তথ্য।
সমরেশ-যোগে হাওড়া ও হুগলিতেও জাল পাসপোর্ট চক্র। কলকাতা পুলিশের নজরে আমতা, আরামবাগ, ভদ্রেশ্বরের পিএসকে। সমরেশের এক শাগরেদের খোঁজেও চলছে তল্লাশি।
কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। বৈঠকখানা বাজারের পর এবার এ জে সি বোস রোডের হোটেল। এসটিএফের জালে ২। উদ্ধার ২টি 9mm পিস্তল, ১৮ রাউন্ড গুলি। আরও একজনের খোঁজে পুলিশ।
পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ অংশ শিলিগুড়ি করিডর। চিন্তা নেই, এসএসবি আছে। সশস্ত্র সীমা সুরক্ষা বলের প্রতিষ্ঠা দিবসে যোগ দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর অবস্থান-বিক্ষোভ নিয়ে নতুন জট। ২৪, ২৫ ডিসেম্বরের কর্মসূচিতে আপত্তি রাজ্যের। কাল কেন বলেননি, প্রশ্ন বিচারপতির। রাজ্যের অহংয়ে আঘাত, প্রতিক্রিয়া ডাক্তারি সংগঠনের।
বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি'! দোকানে ঢুকে হামলা, ব্যবসায়ীর ছেলেকে মারধর, দেড় লক্ষ টাকা লুঠের অভিযোগ। অস্বীকার শাসক নেতার।
৬ দিন পার। চিলাপাতার জঙ্গল থেকে দিঘা। বাগুইআটির তোলাবাজ কাউন্সিলরের খোঁজে হানা পুলিশের। এবারও অধরা সমরেশ। প্রভাবশালী বলেই কি আড়ালের চেষ্টা? প্রশ্ন আক্রান্ত প্রোমোটারের।
অম্বেডকর ইস্যুতে শীতকালীন অধিবেশনের শেষদিনেও উত্তপ্ত সংসদ। অনির্দিষ্টকালের জন্য মুলতুবি দুই কক্ষই। সংসদ চত্বরে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে কংগ্রেস-বিজেপি।
West Bengal News Live: পুলিশের আপত্তি খারিজ আদালতে, ধর্মতলায় ধর্নায় চিকিৎসকরা
পুলিশের আপত্তি খারিজ আদালতে, ধর্মতলায় ধর্নায় চিকিৎসকরা
২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্নায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স
WB News Live Updates: ব্যাঙ্ক প্রতারণা ও কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় বাংলা-সহ ৩ রাজ্যে একযোগে অভিযান চালাল ইডি
ব্যাঙ্ক প্রতারণা ও কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় বাংলা-সহ ৩ রাজ্যে একযোগে অভিযান চালাল ইডি। দক্ষিণ কলকাতায় দুই ব্যবসায়ীর ঠিকানার পাশাপাশি তল্লাশি চলল একটি কোল মাইনিং সংস্থার অফিসেও। বাজেয়াপ্ত নথি ও ডিজিটাল এভিডেন্স খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।
West Bengal News Live: ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। অনুব্রত মণ্ডলের অনুগামী নানুরের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। যদিও, নানুরের তৃণমূলের ব্লক সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন।
WB News Live Updates: বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি'
বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের 'দাদাগিরি'! দোকানে ঢুকে হামলা, ব্যবসায়ীর ছেলেকে মারধর, দেড় লক্ষ টাকা লুঠের অভিযোগ। অস্বীকার শাসক নেতার।
West Bengal News Live: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই ভারতে আনসারুল্লা বাংলার ৮ জঙ্গি!
বাংলাদেশে অস্থিরতার মধ্যেই ভারতে আনসারুল্লা বাংলার ৮ জঙ্গি!
শিলিগুড়ির চিকেন নেকই ছিল আল কায়দার শাখা সংগঠনের টার্গেট!
বাংলা, অসম, কেরল থেকে ৮ জঙ্গি গ্রেফতারে সন্দেহ পুলিশের
জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন বাংলাদেশের 'আনসারুল্লা বাংলা'