(Source: ECI/ABP News/ABP Majha)
TET Exam: ১১টার পর পৌঁছলেন অনেকেই, ঢুকতে বাধা দিলে অশান্তি, ব্যাগ রাখা নিয়েও ছড়াল উত্তেজনা
Primary TET: পরিস্থিতি তেতে উঠলে পরীক্ষাকেন্দ্রের উপরই সিদ্ধান্তের ভার ছাড়ে পর্ষদ। যদিও কড়া অবস্থান সত্ত্বেও বেশ কিছু স্কুলে পৌনে ১২টা পর্যন্ত পরীক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার ঘটনাও উঠে এসেছে।
কলকাতা: দুপুর ১২টা থেকে পরীক্ষা। ১১টার মধ্যে পৌঁছে যেতে বলা হয়েছিল। পরীক্ষাকেন্দ্রের দরজা খুলে দেওয়া হয়েছিল সকাল সাড়ে ৯টা থেকে।সেই নিয়ে কড়া অবস্থানে প্রাথমিক টেট পরীক্ষার দিনও অশান্তি ছড়াল। ১১টার পর পৌঁছনোয় অনেককে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ চাকরি পরীক্ষার্থীদের। তাতে পরিস্থিতি তেতে উঠলে পরীক্ষাকেন্দ্রের উপরই সিদ্ধান্তের ভার ছাড়ে পর্ষদ। যদিও কড়া অবস্থান সত্ত্বেও বেশ কিছু স্কুলে পৌনে ১২টা পর্যন্ত পরীক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার ঘটনাও উঠে এসেছে।
কলকাতার যাদবপুর বিদ্যাপীঠে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীদের অধিকাংশ পৌঁছে যান। ১১টার পরও অনেকে এসে পৌঁছন। কিন্তু সওয়া ১১টার পর কাউকে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তাতে পরে এসে পৌঁছনো পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা বিক্ষোভ দেখান, বেঝে যায় হুলস্থুল। ১১টার পর ঢোকা যাবে না, এখন লেখা কোথাও ঝোলানো নেই, তাহলে কেন আটকানো হচ্ছে, প্রশ্ন তোলেন তাঁরা।
অন্য দিকে, হিন্দু স্কুলে ১১টা বেজে ৪৫ পর্যন্তও পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়। তার পরেও তিন জন পরীক্ষার্থী এসে হাজির হন। তাঁদেরকেও ঢুকতে দেওয়া হয়। ১২টার পর আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ফটক। তাতে বিক্ষোভ ছড়ায় সেখানেও। এমনকি সেখানে ব্যাগ রাখার ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেন পরীক্ষার্থীদের অনেকে। বিধাননগরের একটি স্কুল, জেলার বেশ কয়েকটি স্কুলেও এ নিয়ে বিক্ষিপ্ত বিশৃঙ্খলার খবর উঠে আসে।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ৫ বছর পরে আজ রাজ্যে প্রাথমিকের টেট। ইতিমধ্যেই বিভিন্ন থানা থেকে প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়েছে। যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিোগে বিশৃঙ্খলা। বিধাননগরের একটি স্কুলেও একই অভিযোগে উত্তেজনা ছড়ায়। আবার ব্যাগ নিয়ে ঢুকতে না দেওয়া, ব্যাগ রাখার উপযুক্ত ব্যবস্থা না করার অভিযোগেও উত্তেজনা ছড়ায়। তা নিয়ে অবরোধও হয় বোলপুরে।
এবার পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার। বেলা ১২টা থেকে শুরু টেট। পরীক্ষা নির্বিঘ্নে করতে, পরীক্ষা শুরুর আগে সকাল ১১টা থেকে ৬টি জেলার একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করেছে নবান্ন। দুই মেদিনীপুর, দুই দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর। তথ্য জানানোর জন্য পর্ষদ কন্ট্রোল রুম চালু করেছে। নম্বর হল 62922-78438।