Darjeeling: শনিবার থেকে ছুটবে ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের নতুন কোচ, হয়ে গেল ট্রায়াল রান
Darjeeling: শনিবার থেকে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, এই পথেই যাত্রী নিয়ে ছুটবে ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের নতুন কোচ। তার আগে আজ বৃহস্পতিবার হয়ে গেল ট্রায়াল রান।
বাচ্চু দাস, দার্জিলিং: নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ধোঁয়া ছেড়ে ছুটে যায় সে, আর জানলার পাশে বসে দুদিকে ঘন সবুজ বনানী দেখতে দেখতে মুগ্ধতায় ভরে ওঠে মন। জঙ্গল, পাহাড়, চা বাগানের অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়েই সর্পিল পথ ধরে ছুটে যায় ট্রেনের চাকা।
শনিবার থেকে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, এই পথেই যাত্রী নিয়ে ছুটবে ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের নতুন কোচ। তার আগে আজ বৃহস্পতিবার হয়ে গেল ট্রায়াল রান।
কী বিশেযত্ব এই ভিস্তা ডোম কোচের?
সুসজ্জিত এই বিশেষ কামরা শীততাপ নিয়ন্ত্রিত। কামরায় মাথার উপর থাকবে খোলা আকাশ, এমনকী আশপাশও তৈরি হয়েছে কাচ দিয়ে। এ ছাড়া ভিস্তা ডোমে রয়েছে রিভলভিং চেয়ার। যাতে পর্যটকেরা একদিকে চেয়ারে বসেই অন্যদিকের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন।
ভারতীয় রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, সপ্তাহে দুটি ট্রেন যাতায়াত করবে। শুক্র, শনি, রবি, সকাল ৭টা ২০ মিনিটে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেবে একটি ট্রেন। ওই তিনদিনই দুপুর ২টোয় নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছাড়বে অপর ট্রেন। প্রতিটি ট্রেনে থাকবে ৫টি করে কোচ। তার মধ্যে একটি একটি কোচ ভিস্তা ডোম। ট্রেনে থাকবে মোট ৪৪টি সিট।
করোনার আবহে এমনিতেই ধুঁকছে পর্যটন ব্যবস্থা। প্রায় দেড় বছর পর সম্প্রতি চালু হয়েছে টয় ট্রেন পরিষেবা। এবার নতুন এই কোচ ডুয়ার্সে আরও বেশি পর্যটক টানতে সাহায্য করবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। IRCTC সূত্রে খবর, শনিবার যে ভিস্তা ডোম কোচ যাত্রা শুরু করবে, বুধবার থেকেই তার টিকিট বুকিং শুরু করে দেওয়া হয়। খুশির খবর, প্রথম কয়েক ঘণ্টাতেই বুক হয়ে গেছে সুসজ্জিত কোচের সমস্ত টিকিট। রেলের তরফে জানানো হয়েছে, আগামী দিনে ভিস্তা ডোম কোচের সংখ্যা, আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।